Bangla Short Film: বর্তমান সময়ে একদিকে যখন আমরা ধীরে ধীরে আধুনিকতার দিকে অগ্রসর হচ্ছি সেই সঙ্গে একশ্রেণীর মানুষের মানবিকতা বোধ ধীরে ধীরে লোপ পাচ্ছে। আর এই কারণেই কিছু মানুষ নিজেদের মূল্যবোধের অবক্ষয় ঘটিয়ে বিভিন্ন ধরনের কু-রুচিকর কাজে লিপ্ত হচ্ছেন। এই সমস্ত কুকীর্তি জড়িয়ে পড়ছেন সমাজের শিক্ষিত সম্প্রদায়ের মানুষরাও। তাদের এই মানসিকতার প্রভাবে নিগৃহীত হতে হচ্ছে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মহিলাদের। বাস্তবে ঘটা এই সমস্ত কাহিনীগুলি থেকে বিষয় সংগ্রহ করেই বর্তমানে নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম তৈরি করা হচ্ছে।
এই ধরনের শর্ট ফিল্ম বর্তমানে ইউটিউবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে ইউটিউবে যে ধরনের শর্ট ফিল্ম প্রকাশ করা হয় কয়েক বছর আগে পর্যন্ত সেগুলি ইউটিউবে (You Tube) খুব একটা দেখা যেত না। কিন্তু সম্প্রতি মানুষের হাতে সময় ধীরে ধীরে কমে আসায় শর্ট ফিল্মের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এখন ছবি প্রস্তুতকারক মিডিয়া কোম্পানিগুলি চেষ্টা চালিয়ে যাচ্ছে একটানা তিন ঘন্টার সিনেমা না বানিয়ে বিভিন্ন বাস্তব ঘটনাবলীকে কেন্দ্র করে ছোট ছোট ফিল্ম নির্মাণ করার। একটি ভালো কন্টেন্ট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখতে পেলে দর্শকরা তার প্রতি আকর্ষিত হচ্ছেন অনেক বেশি।
বর্তমানে বাড়িতে বসে ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ বা শর্ট ফিল্ম দেখতে সকলেই বেশ পছন্দ করছেন। বাস্তবসম্মত কোনো বিষয় নিয়ে তৈরি করা স্বল্পদৈর্ঘ্যের ছবি বা শর্ট ফিল্ম তাই বর্তমানে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে শর্টফিল্মের এই জনপ্রিয়তায় এখন শুরু হয়েছে কনটেন্ট রিভোলিউশন। আগে সাধারণত রুচিশীল কনটেন্ট ইউটিউবে বেশি দেখা গেলেও এখনকার দিনে বিশেষত যুব সমাজের চাহিদা মেনে কনটেন্টে এডাল্ট এলিমেন্ট বৃদ্ধি করা হচ্ছে। অ্যাডাল্ট গল্প নিয়ে শর্ট ফিল্ম তাই বর্তমানে ইউটিউবে বেশ জনপ্রিয়তা অর্জন করছে।
সম্প্রতি এই রকম একটি অ্যাডাল্ট শর্ট ফিল্ম ইউটিউবের দর্শক দের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। লাল ছবি ইউটিউব চ্যানেলে মাত্র পাঁচ মাস আগে মুক্তি পেয়েছিল এই শর্ট ফিল্মটি। জনপ্রিয়তা পাওয়া এই শর্ট ফিল্মের নাম দেওয়া হয়েছে ‘ভোগ’। সেখানে দেখা যাচ্ছে এক গৃহবধুর অসহায়তার সুযোগ নিয়ে তাকে নিগ্রহ করছেন একজন চিকিৎসক। youtube এর মাধ্যমে বিনামূল্যে দেখা যাচ্ছে এই শর্ট ফিল্মটি। সম্প্রতি বাংলা এই শর্ট ফিল্মটি দর্শকদের এতটাই পছন্দ হয়েছে যে খুব কম সময়ের মধ্যেই সাড়ে তিন লক্ষের বেশি ভিউ হয়েছে এই শর্ট ফিল্মে।