Advertisements

কি কান্ড! নায়কের কাঁধে চড়তে গিয়ে সপাটে আছাড় খেয়ে চিৎপটাং অভিনেত্রী প্রিয়া প্রকাশ, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements

বর্তমানে কিন্তু সিনে দুনিয়া ঝুঁকেছে নয়া তারকায়। সেই তালিকায় কিন্তু নাম রয়েছে প্রিয়া প্রকাশের। বর্তমানে বেশ নাম করেছে অভিনেত্রী। কিন্তু এরই মাঝে এবার সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল প্রিয়া প্রকাশের এক ভিডিও।

প্রিয়া প্রকাশ এই নামটা মানেই কিন্তু ছেলেদের মুখে চওড়া হাঁসি। প্রিয়ার চোখ মারায় প্রেমে পড়েছিলেন হাজারো হাজারো পুরুষ। ইতিমধ্যেই প্রিয়াকে নিয়ে বলি পড়াতেও শোরগোল শুরু হয়েছে।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ অভিনেত্রী। এরই মাঝে প্রিয়া ইনস্টাগ্রামে একটি প্রোমোশনাল পোস্ট করতে দেখা যায়। কিন্ত সেই ভিডিওতে দেখা যাচ্ছে পিঁছন থেকে দৌড়ে এসে নায়কের পিঠে চড়বেন প্রিয়া। কিন্ত তা করতে গিয়েই ঘটে যায় বিপত্তি। জানেন কি হয়েছিল?

নায়কের পিঠে চড়তে গিয়ে চিৎপটাং প্রিয়া। সঙ্গে সঙ্গে ছুটে আসে সকলে। তবে,অভিনেত্রী কিন্ত মাটিতে পড়তেই দাঁড়িয়ে পড়েন। এরপর সে জানান দেয় তাঁর লাগেনি, তিনি ঠিক আছেন। প্রিয়ার সেই মজার ভিডিও বর্তমানে সকলেই উপভোগ করছে।

Related Articles