আন্তর্জাতিকনিউজবিনোদন

মর্মান্তিক ঘটনা! বাড়ি ফেরা সময় পথ দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় অভিনেত্রীর, শোকের ছায়ায় অভিনয় জগত

Advertisement
Advertisement

অকালেই চলে গেলেন প্রতিভাবান অভিনেত্রী আশা চৌধুরী। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ওপার বাংলার এই টেলিভিশন তারকার। সোমবার রাতে শ্যুটিং থেকে বাড়ি ফেরার সময় ঢাকার টেকনিক্যাল মোড়ে একটি ট্রাক ধাক্কা মারে তাঁর মোটকবাইকে। ট্রাকের ধাক্কায় তিনি ছিটকে পড়েন, মাথা থেঁতলে যায়। এরপর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রযোজক রোমান রুনী অভিনেত্রীর মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। মেয়ের এমন মৃত্যুর সংবাদে ভেঙে পড়েছেন আশার বাবা।

আশার টেলিভিশনে অভিষেক হয় প্রায় ৪ বছর আগে। তাঁর ছোট থেকেই স্বপ্ন অভিনেত্রী হওয়ার। সুবর্ণা মুস্তাফা ছিলেন তাঁর অনুপ্রেরণা। বেশ কিছু নাটকে অভিনয় করেছেন আশা। বিটিভির তালিকাভুক্ত শিল্পী ছিলেন।

আশার টেলিভিশন সফর শুরু শিহাব শাহীনের ‘একদিন সোফিয়া’ টেলিফিল্মের সঙ্গে। তারপর থেকেই হয়ে ওঠেন টিভির পরিচিত মুখ। রোমান রুনির ‘দ্য রিভেঞ্জ’ ও ‘এক ফালি রোদ’, জয় সরকারের ‘ওল্ড ইজ গোল্ড’, কামরুজ্জামান পুতুলের ‘স্বপ্নে বিভোর বাবা’ সহ একাধিক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন আশা চৌধুরী।

তবে অভিনয়ের পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন আশা। প্রয়াত অভিনেত্রী আইন বিভাগের ছাত্রী ছিলেন এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি আশার রুপোলি পর্দায় অভিষেক হয়। ‘বাবা মেয়ে’ তাঁর অভিনীত প্রথম ছবি। আশা চৌধুরী অভিনীত একাধিক টেলিভিশন নাটক এখনো মুক্তির অপেক্ষায়। তবে অকালেই রঙিন সফর শেষ হয়ে গেল তরুণী অভিনেত্রীর।

Related Articles