আন্তর্জাতিকনিউজ

মার্কিন মন্ত্রীর সফরের মাঝেই তাইওয়ানের আকাশে উড়ল চীনা যুদ্ধবিমান

তাইওয়ানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সবদিক থেকে তাইওয়ানের আকাশে উড়ে আসে চীনা যুদ্ধবিমান।

তাইওয়ান সফরের মাঝেই শুক্রবার তাইওয়ান প্রণালীতে ‘যুদ্ধকালীন’ সামরিক মহড়া চালাল চিন। অবশ্য এই মহড়ার কারণ হিসাবে চীন জানিয়েছে সীমান্ত সুরক্ষার জন্যই এই কাজ করা হয়েছে। এদিন সকালে আকাশপথ ও স্থল পথে মহড়া চালায় চীনা ফৌজ। তাইওয়ানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সবদিক থেকে তাইওয়ানের আকাশে উড়ে আসে চীনা যুদ্ধবিমান। তবে এর জবাব দিয়েছে তাইওয়ান বায়ুসেনাও।

আমেরিকার অর্থনৈতিক উন্নয়ন, শক্তি ও পরিবেশ মন্ত্রকের আন্ডার সেক্রেটারি কিথ ক্র্যাচ বৃহস্পতিবার রাতে তাইওয়ানের তাইপেন সফরে পৌঁছেছেন। জানা গিয়েছে, তিনি তাইওয়ানের প্রাক্তন প্রেসিডেন্ট লি তেং-হুইয়ের স্মরণসভায় যোগ দিতে এসেছেন। এর আগেও আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাস্থ্য সচিব অ্যালেক্স আজার তাইওয়ান সফরে এসেছিলেন।

সম্প্রতি বেজিংয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রেন গুয়োকিয়াং সামরিক মহড়ার ঘোষণা করে মন্তব্য করেন যে তাইওয়ান প্রণালীতে জাতীয় সংহতি বজায় রাখার জন্য সামরিক মহড়ার প্রয়োজনীয়তা রয়েছে।

Related Articles