অফবিটভাইরাল ভিডিও

গোটা গ্রামে বইছে রক্তের বন‍্যা? ভাইরাল ভিডিও ঘিরে তীব্র আতঙ্ক নেটদুনিয়ায়

Advertisement
Advertisement

এ যেন রক্তের বন্যা! সেই রক্তে ভাসছে গোটা একটা গ্রাম। প্রথমে তা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন অনেকেই। কোথা থেকে এল এত রক্ত? পরে জানা গেল, রাস্তা ভাসছে যে লাল রঙের তরলে, তা আসলে রক্ত নয়, জল। তার মধ্য দিয়েই চলছে মোটরসাইকেল, গাড়ি। এই ভিডিওই ভাইরাল।

ভিডিও দেখে নেটিজেনদের প্রশ্ন, এমন লাল জলের উৎস কি?গোটা গ্রাম এমন লাল রঙের জলে ভেসে গেল কী করে! জলে কি তবে রক্ত মিশেছে, নাকি রঙ!

জানা গেছে, এই ঘটনা ইন্দোনেশিয়ার পেকালোংগান গ্রামের। দু’দিন ধরে ভাসছে গোটা গ্রাম। ইন্দোনেশিয়ার ওই গ্রাম ফেব্রিক প্রিন্টিংয়ের জন্য জনপ্রিয়। স্থানীয়দের দাবি, প্রিন্টিংয়ের কাজের সঙ্গে যুক্ত কেউ ইচ্ছাকৃতভাবে লাল রঙ জলে মিশিয়েছে। স্থানীয় সংবাধমাধ্যম সুত্রে জানা গিয়েছে, এর আগেও ঘটেছে এমন ঘটনা। গত বছর বন্যার সময় এলাকা ভেসেছিল সবুজ রঙের জলে। তার আগে একবার জলে মিশেছিল বেগুনী রঙ।

লাল রঙের জল দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই। কেউ কেউ বলেছিলেন, পৃথিবীর শেষ সময় উপস্থিত! কেউ কেউ ধরেই নিয়েছিলেন, জলে মিশেছে রক্ত। তবে শেষমেশ তাঁদের আশঙ্কা দূর হয়েছে। আর এটাও প্রমাণিত সোশ্যাল মিডিয়াতে অনেক সময়ই আগে গুজব রটে, পরে আসল সত্য সামনে আসে।

Related Articles