whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

Urfi Javed Arrested: খোলামেলা পোশাকই কাল হলো তার; গ্রেপ্তার হলেন উরফি জাভেদ

তিনি বরাবর পছন্দ করেন গতানুগতিক নিয়মকে ভেঙে দিতে। পোশাকের ক্ষেত্রেও নিজের ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনতাকে সবথেকে বেশি প্রাধান্য দেন তিনি। বলি পাড়ার সবথেকে চর্চিত নাম হলো উরফি জাভেদ। যিনি খোলামেলা…

Published By: ss340ihe | Updated:
Advertisements

তিনি বরাবর পছন্দ করেন গতানুগতিক নিয়মকে ভেঙে দিতে। পোশাকের ক্ষেত্রেও নিজের ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনতাকে সবথেকে বেশি প্রাধান্য দেন তিনি। বলি পাড়ার সবথেকে চর্চিত নাম হলো উরফি জাভেদ। যিনি খোলামেলা পোশাক পরে রীতিমত আলোড়ন তুলে দেন ভক্ত মহলে। তার বোল্ড পোশাক, ছকভাঙ্গা লুক, বিশেষ করে খোলামেলা পোশাকে তার অতিমাত্রায় স্বাচ্ছন্দ্যবোধ অনেকেরই পছন্দ নয়। এবার পোশাকের কারণে ঝামেলায় (Urfi Javed Arrested) পড়তে হলো তাকে।

আপনার জন্য নির্বাচিত

কি হয়েছে উরফি জাভেদের (Urfi Javed Arrested) সাথে? বোল্ড পোশাক পরার জন্য তিনি সর্বদাই কটাক্ষের শিকার হন। একশ্রেণীর মানুষ তাকে কোনভাবেই পছন্দ করেন না। তাকে বারংবার প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, পুলিশের ভয় দেখানো হয়েছে কিন্তু কোন কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। নিজের বক্তব্য নিয়ে তিনি সর্বদাই স্পষ্ট ছিলেন। তিনি যে পোশাকে স্বাচ্ছন্দ বোধ করবেন সেই পোশাক পরার পক্ষপাতী তিনি।

কিন্তু খোলামেলা পোশাক এবার তার জীবনে ডেকে নিয়ে আসলো বিপদ। তার পোশাকের জন্য অনেকেই তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না কিন্তু তার জন্য রাস্তার মাঝখান থেকে তাকে গ্রেফতার করা হবে এটাও বোধহয় কাম্য নয়। উরফির (Urfi Javed Arrested) সাথে ঘটলো এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়ে গেছে এই ঘটনা। আসুন জেনে নেই বিস্তারিতভাবে।

ভাইরাল ভিডিওতে দেখা যায় পুলিশ হাজির হয়েছে গাড়ি নিয়ে। উরফিকে (Urfi Javed Arrested) ডেকে আনা হয় ভেতর থেকে। তিনি বেরিয়ে জানতে চান কি কারনে তাকে ডেকে আনা হয়। এই বিষয়ে মহিলা পুলিশ তাকে বিস্তারিত ভাবে কিছুই বলেননি। শুধু বলা হয় খোলামেলা পোশাক পরার জন্যই তাকে গ্রেপ্তার করা হলো।

স্বাধীনচেতা উরফি বলেন যে, তিনি যেমনটা চান তেমন ইচ্ছা মত পোশাক পরতে পারেন। সামান্য পোশাকের জন্য তাকে আটক করা মোটেই যুক্তিসঙ্গত নয়। তার এরূপ মন্তব্যে পুলিশ পাল্টা উত্তর দেন যে, এই বিষয়ে তার যা কিছু বলার সে যেন থানায় গিয়ে বলে। পরবর্তীতে তার সাথে কি হয়েছে সেই বিষয়টা এখন অব্দি স্পষ্ট নয়।