টেক নিউজনিউজ

iPhone: ‘আইফোন’ লেখার ক্ষেত্রে কেন প্রথম অক্ষর ছোট হাতের লেখা হয়? জেনে নিন

আইফোনের সম্পর্কে কিছু অজানা কথা জেনে নিন!

Advertisement
Advertisement

টেক জায়েন্ট সংস্থা হিসাবে অ্যাপল কোম্পানির খ্যাতি বিশ্ব জোড়া। কম বেশি সমস্ত মানুষই আধ খাওয়া আপেলের লোগো বিশিষ্ট আইফোন (iPhone) কিনতে চান। তবে জানেন কী? আইফোন ডিভাইস ইংরেজিতে লেখার সময় আই অক্ষরটি কেন ছোট হাতের দেওয়া হয়? অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। কেন আইফোনের ইংরেজি লেখার আই অক্ষরটি ছোট হয় জেনে নিন।

আইফোন (iPhone) লেখার ক্ষেত্রে ছোট হাটতে আই লেখার সঙ্গে আইফোনের কোনো সম্পর্ক নেই। প্রথম অক্ষরটি ছোট হাতে লেখার টেন্ড শুরু করেন iMac নাম থেকে। জেটি একটি কম্পিউটার। এই কম্পিউটারটি ১৯৯৮ সালে প্রথম বাজারে আনে অ্যাপেল। প্রথম দিকে অ্যাপেল কম্পিউটার ব্যবসা করতো। ২০০৭ সালে এই সংস্থা প্রথম আইফোন লঞ্চ করে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে অ্যাপেল কোম্পানি আইফোন আনার অনেক আগে থেকেই আই ছোট রাখার টেন্ড শুরু করেছিল।

এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, প্রথম অক্ষর আই রাখার এই অদ্ভুত সিন্ধান্ত নিয়েছিল কেন সিগাল। কেন সিগাল লস অ্যাঞ্জেলস অ্যাড এজেন্সিতে কর্মরত ছিলেন। প্রথম দিকে স্টিভ জবস অ্যাপেল কম্পিউটারের নাম রাখতে চেয়েছিলেন ম্যাকম্যান। তবে কেন সিগালের বুদ্ধিতে আইম্যাক নামে কম্পিউটারটি বাজারে লঞ্চ করে অ্যাপেল (iPhone)।

কেন সিগাল কেন এই নাম রাখলেন, তার পিছনে একটি কারণ রয়েছে। আসলে প্রথম অক্ষর ছোট রাখলে i শব্দটি সহজে ইন্টারনেট ফুটে উঠবে। এছাড়া এই ডিভাইসটি মানুষের কাছে ব্যাক্তিগত ও উদ্ভাবনী ডিভাইস হিসাবে জনপ্রিয় হবে। পরবর্তীতে অ্যাপেল (iPhone) যে কোনো প্রোডাক্টের নাম করণের ক্ষেত্রে ছোট হাতের আই শব্দটি ব্যবহার করেছে।

Related Articles