টেক নিউজনিউজ

6G Internet: ৬ জি নেটওয়ার্ক নিয়ে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রীর, কবে চালু হবে জানুন

৬ জি পরিষেবার ফিচার্স জানলে আপনি চমকে যাবেন

Advertisement
Advertisement

৫জি এখনো সর্বত্র ঠিক ভাবে পরিষেবা দিয়ে উঠতে পারেনি। এরই মাঝে ৬জি পরিষেবা নিয়ে বড় সড় ঘোষণা করল মোদী সরকার। ৬জি নেটওয়ার্কের ফিচার্স জানলে অবাক হবেন আপনি। ৬জি নেটওয়ার্ক (6G Internet) বদলে দেবে দেশের প্রযুক্তি ব্যবস্থা। এই নেটওয়ার্ক পরিষেবা ব্যবহার করে খাবার এ বিষ থাকলে সেটাও ধরা যাবে। বুঝতেই পারছেন তাহলে কতটা শক্তিশালী নেটওয়ার্ক হতে চলেছে ৬জি? চলুন ৬জি নেটওয়ার্ক পরিষেবার আরো বেশ কিছু ফিচার্স সম্পর্কে জেনে নিন।

৬জি পরিষেবার ফিচার্স চমকে দেবে আপনাকে। ৫জি এর থেকে ৮ হাজার গুণ বেশি স্পীড পাওয়া যাবে। গত বছরের ২২শে নভেম্বর দুবাইয়ে সিক্স জি সামিট অনুষ্ঠিত হয়। আবু ধাবির টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউটের গবেষক মেরৌনে ডেব্বা জানিয়েছিলেন, ৬জি পরিষেবার (6G Internet) কেন্দ্রবিন্দুতে থাকবে এআই। আর এই পরিষেবা শুরু হলে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে বলেও জানান তিনি।

৬জি পরিষেবা পাওয়ার জন্য এখন বেশ কিছু বছর অপেক্ষা করতে হবে। ৬জি পরিষেবা (6G Internet) শুরু হবে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তির রোবট এই নেটওয়ার্ক দ্বারা চালিত হবে। আর এই কাজ সফল করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন নিউ ইয়র্কের একদল গবেষক। শুধু তাই নয়, ৬জি পরিষেবা দিয়ে পরিবেশে উপস্থিত রাসায়নিকগুলিও চিহিত করা যাবে।

এমনকি খাবারে যদি বিষ থাকে তাও পরীক্ষা করা যাবে ৬জি পরিষেবা দিয়ে। তাহলে বুঝতে পারছেন আমাদের জীবন আরো কতোটা ফাস্ট হতে চলেছে। যদি গতির কথা বলি তাহলে এই নেটওয়ার্ক ৫জি-র থেকে ৮ হাজার গুণ বেশি স্পীড সম্পন্ন হতে চলেছে, যার গতি প্রতি সেকেন্ডে ১ টিবি।

এছাড়া এই পরিষেবা ব্যবহার করে বলে দেওয়া যাবে আপনার পাশের ঘরে কেউ আছে কিনা। ৬জি নেটওয়ার্ক নিয়ে এমনটাই ধারণা করছেন গবেষকরা। জানা যাচ্ছে, আগামী ২০২৬ সাল থেকে ৬জি নেটওয়ার্কের (6G Internet) ট্রায়াল শুরু হবে। ২০৩০ সালের মধ্যে বিশ্বে প্রথম ৬জি নেটওয়ার্ক পরিষেবা চালু হয়ে যাবে। আর মোদী সরকারও ৬জি পরিষেবা চালু হলেই এ দেশে আনার পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

Related Articles