খেলা

আইপিএল থেকে বাদ ১৬ কোটির ক্রিকেটার! ধোনির দল থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার

Advertisement
Advertisement

Chennai Super Kings: সদ্য শেষ হয়েছে বিশ্বকাপ (World Cup 2023) ঝড়, আর এরই মধ্যে আগামী বছরের আইপিএলের (IPL) জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। শুধু ভারত নয় গোটা বিশ্ব মজে থাকে আইপিএল উন্মাদনায়। তবে ধোনির (Dhoni) টিমের জন্য এবার দুঃসংবাদ!

Chennai Super Kings

কে থাকছে না আইপিএলে (Who’ll not be in IPL?)

আইপিএলে থাকছেন না বেন স্টোকস (Ben Stokes)। গত মরসুমেও টিমের জন্য লড়েছেন এই ইংরেজ অলরাউন্ডার (Allrounder)। কিন্তু এ বার আর তিনি থাকছেন না এই টিমে। খেলার ধকল এবং ফিটনেসের কারণে আগামী আইপিএলে তিনি খেলবেন না এবং এই অলরাউন্ডারের সিদ্ধান্ত মেনে নিয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।

ইংরেজ এই অলরাউন্ডার কিন্তু এক দিনের ক্রিকেটে অবসর ভেঙে বিশ্বকাপে খেলেছিলেন। তিনি অবশ্য শুরুর কয়েকটি ম্যাচ না খেললেও শেষ দিকে তিনি শতরান করেছিলেন। স্টোকস জানিয়েছেন, বিশ্বকাপের পরই তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হবে। সেই কারণে খুব শীঘ্রই মাঠে ফেরা তার আর হবে না। আগামী আইপিএলেও ধোনির দল তাকে পাশে পাবেনা।

Chennai Super Kings

চেন্নাই এর সম্মতি (Chennai supported his decision)

চেন্নাই (Chennai) ফ্র্যাঞ্চাইজি কিন্তু মেনে নিয়েছে স্টোকসের এই সিদ্ধান্তকে। আবার যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে এই অলরাউন্ডার ক্রিকেটে ফিরতে পারে এমনটাই আশা করছে সবাই। চেন্নাইয়ের হয়ে খেলার জন্য স্টোকসকে ধন্যবাদ জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি। এখন শুধু অপেক্ষা স্টোকস এর পরিবর্তে কোন ক্রিকেটারকে আইপিএলের নিলামে কেনার চেষ্টা করেন ধোনিরা। চেন্নাই সুপার কিংস প্রায় ১৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে ২০২৩ সালের আইপিএলের আগে নিলামে কিনেছিল এই ইংরেজ অলরাউন্ডারকে। প্রথমবার নিলামে এত টাকা খরচ হয়েছে কোন ক্রিকেটারের পিছনে।

কিন্তু গত বার আইপিএলে স্টোকস তার আশানুরূপ ফল দেখাতে পারেনি। গোটা মরসুমে মাত্র দু’টি ম্যাচ খেলেছিলেন তিনি। তিনি রান করেছিলেন মাত্র ১৫। গত আইপিএলে স্টোকস বল হাতে মাত্র এক ওভার বল করেছিলেন। চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং এই বিষয়ে মন্তব্য করেছেন যে, স্টোকস যতদিন না পর্যন্ত পুরোপুরি সুস্থ হচ্ছেন ততদিন তাকে মাঠে নামানো যাবে না। স্টোকসকে শুরু থেকে পাবার আশা করেছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কিন্তু প্রতিযোগিতা শুরুর চার মাস আগেই সরে গেলেন তিনি।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles