বিয়ে করে এতো মজা! প্রকাশ্য রাস্তায় তুমুল নাচে ঝড় তুললেন নব দম্পতি, ভাইরাল ভিডিও

বিয়ের অর্থ হল একটি নারী ও একটি পুরুষ এই দুই মনের মেল বন্ধন। প্রত্যেক ধর্ম অনুসারে বিয়ের রীতিনীতি আলাদা, তবে মূল বিশয়তি বিষয়টি একই। এই মাঙ্গলিক অনুষ্ঠানের বিভিন্ন রীতিনীতি দেখতে পাওয়া যায়। তবে সবজায়গায় একটা জিনিস একই থাকে সেটা হলো বিয়েবাড়ির উৎসবমুখর পরিবেশ।
এই দিনটি কেবল বর কনের জন্য স্মরণীয় হয়ে থাকে না তাদের কেন্দ্র করে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মধ্যে তুমুল উত্তেজনা উৎসাহ দেখা যায়। হাসি ঠাট্টা আনন্দ নাচ গানের মাধ্যেমেই স্মৃতিমধুর করে তোলা হয় দিনটিকে। আর সোশ্যাল মিডিয়ার বিয়েবাড়ির এই ধরনের বিভিন্ন মজার আনন্দের মুহূর্তগুলি ভাইরাল হয়ে থাকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নতুন বিয়েতে স্বামী-স্ত্রী দুজনে নিজেদের বিয়ে নিয়ে আবেগে বিভোর হয়ে গেছেন। দেখা যাচ্ছে বর-কনে রাস্তার মধ্যেই দুহাত তুলে নাচ করে নিজেদের আনন্দ প্রকাশ করছেন। আবার দেখা যাচ্ছে এক মহিলা নতুন বউকে কাঁধে করে তুলে নিয়ে নাচতে শুরু শুরু করেছেন।
বিয়ে মানেই কনের ভয় ভয় মুখ বা বিদায়ের সময় কান্না এমন ধারনা বদলে এক নতুন আনন্দের অধ্যায় হিসেবে দিনটিকে উপভোগ করেছেন কনে। আর এইকারনেই ভিডিওটি এতো প্রশংসিত হয়েছে। বিবিটিভি এনজয় নামের একটি অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট হতে মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। প্রশংসা ও শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে কমেন্টবক্স।