অফবিট

ঐতিহাসিক, ভারতের ১০ হাজার টাকার নোট, দেখুন সেই ছবি

Advertisement
Advertisement

মুদ্রা ব্যবস্থা ও এর বিবর্তনের ইতিহাস চিরকালই এক আকর্ষণীয় বিষয়। এদেশের রাজত্বের সাথে সাথে মুদ্রার ধারণা পাল্টেছে। পাল্টেছে তার রূপ। ধীরে ধীরে প্রয়োজনীয় বাস্তবতার নিরিখে কড়ি, মুদ্রা, কাগজের নোট হয়ে বর্তমানে অন্যতর বৈচিত্র্য আর সুলভ ব্যবস্থায় পরিণত হয়েছে। বর্তমানে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ২০০০ টাকার নোট চালু আছে কিন্তু জানেন কি একসময় গোটা ভারতে চালু ছিল দশ হাজার টাকার নোট। একবার বাতিল হওয়ার পর আবার চালু করা হয়েছিল।

সালটা ১৯৩৮, ভারত তখনও স্বাধীন হয়নি, ওই বছরই প্রথম কাগজের নোট ছাপানোর শুরু করে রিজার্ভ ব্যাংক। ৫ টাকার নোট ছাপানো দিয়ে শুরু হয় পথচলা তারপর ওই বছরেই ছাপানো হয় ১০, ১০০, ১০০০ এবং ১০০০০ টাকার নোট। এরপরই আট বছর পর অর্থাৎ ১৯৪৬ সালে আচমকাই বাতিল করে দেয়া হয় হাজার এবং
১০০০০ টাকার নোটটি।

কিন্তু স্বাধীনতার সাত বছর পর আবার ১৯৫৪ সালে বাজারে নতুন করে নিয়ে আনা হয় হাজার, দশ হাজার ও পাঁচ হাজার টাকার নোট। যদিও বাকি নোটগুলি বিবর্তনের সঙ্গে থেকে গেলেও শেষ পর্যন্ত ১৯৭৮ সালে এই দশ হাজার ও পাচ হাজারের নোট পুরোপুরি বাতিল হয়ে যায়।

সম্প্রতি প্রথম মোদি সরকারের আমলে নোট বাতিলের সাক্ষী থেকে ছিল গোটা দেশ। এই ক্ষেত্রে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে পরিবর্তে নতুনভাবে ৫০০, ২০০০ টাকার নোট আনা হয়।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles