নদীয়া সংবাদনিউজরাজ্য

করোনা সংক্রমণের জের, ফের বন্ধ হয়ে গেল মায়াপুর ইসকনের গেট

একইভাবে সোমবার থেকে ১৪ দিনের জন্য বন্ধ হয়ে গেল মায়াপুর ইসকন মন্দির।

Advertisement
Advertisement

নদীয়া জেলায় একেরপর এক করোনা সংক্রমণের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে যার কারণে সাপ্তাহিক লকডাউন এর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। একইভাবে সোমবার থেকে ১৪ দিনের জন্য বন্ধ হয়ে গেল মায়াপুর ইসকন মন্দির।

সূত্রের খবর,আগামী দিনে পরিস্থিতি অনুযায়ী মায়াপুর ইসকন পুনরায় আবার খোলার সিদ্ধান্ত নেবে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি মায়াপুর ইসকন কর্তৃপক্ষ থেকে। আগামীকাল জন্মাষ্টমী, স্বভাবতই সকলেই এই দিনটি পালনের উদ্দেশ্যে অপেক্ষা করে থাকে।

বিগত রথের দিন বহিরাগতদের বাদ দিয়েই সম্পন্ন মন্দিরের অন্দরমহলের আবাসিক রক্ষণাবেক্ষণ কর্মী, এবং পূজারীদের সংখ্যাটা এত বেশি হয়ে যায় যে তাতেও সংক্রমণের সম্ভাবনা থেকেই যায়। তাই এবারে কোন রকম ভাবেই ঝুঁকি নিতে চান না মন্দির কমিটি।

Related Articles