নদীয়া সংবাদনিউজরাজ্য

নদীয়ার শান্তিপুরে ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার ১০টি বিষাক্ত সাপের ডিম, এলাকায় চাঞ্চল্য

গতকাল দুপুর ১টা নাগাদ তার এই পরিত্যক্ত জায়গা থেকে দশটি সাপের ডিম লক্ষ্য করে।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:-নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের বাঘ দেবীপুর সংলগ্ন এলাকার সুরজিৎ কুমার মন্ডলের বাড়ির একটি পরিত্যক্ত জায়গা থেকে দশটি বড় আকারের সাপের ডিম দেখা যায়।

এ বিষয়ে সুরজিৎ বাবু জানান, গতকাল দুপুর ১টা নাগাদ তার এই পরিত্যক্ত জায়গা থেকে দশটি সাপের ডিম লক্ষ্য করে। বনদপ্তরকে একাধিকবার ফোন করলেও কোন সদুত্তর মেলেনি, আজ সকালেও বনদপ্তরকে বেশ কয়েকবার ফোন করলেও কেউ ফোন ধরেনি। ২৪ ঘন্টা কেটে গেলও এই ডিম উদ্ধার না হওয়াতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে সুরজিৎ বাবুর পরিবার।

তিনি আরো জানান তার বাড়ির আশেপাশে বেশ কয়েকবার চন্দ্রবোড়া সাপের আনাগোনা দেখতে পায় সে। তবে কোন সাপের ডিম সেটি এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। এরপর স্থানীয় এক বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা ঘটনাস্থলে এসে ওই ডিম গুলি কে উদ্ধার করে নিয়ে যায় এবং বনদপ্তর এ পাঠানোর ব্যবস্থা করবেন।

Related Articles