দেশনিউজ

মহাঅষ্টমীর সকালে রাজ্যবাসীর উদ্দেশ্যে বিশেষ শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আজ মহা অষ্টমীর দিনও প্রধানমন্ত্রীর তরফ থেকে বিশেষ বার্তা এসেছে।

Advertisement
Advertisement

ষষ্ঠীর দিন ভার্চুয়ালি পুজো উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজো উদ্বোধনের পাশাপাশি সেদিন তিনি বাংলাতে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তাও দিয়েছিলেন। তিনি প্রত্যেক রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছাবার্তাও জানিয়েছিলেন। আজ মহা অষ্টমীর দিনও প্রধানমন্ত্রীর তরফ থেকে বিশেষ বার্তা এসেছে। শনিবার সকালে বাঙালি তথা বাংলার জন্য টুইট করলেন প্রধানমন্ত্রী।

এদিন সকালে তিনি টুইটে লেখেন, ” সকলকে জানাই মহাঅষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি।”

সেদিনের ভার্চুয়ালি বার্তার সময় শুভেচ্ছাবার্তার পাশাপাশি তিনি সকলকে করোনা আবহে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনের আবেদন করেছেন। প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্বতা বজায় রাখার সাথেই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। আজ মহা অষ্টমীর দিন সকালে প্রধানমন্ত্রীর এই টুইট বিশেষ তাৎপর্যতা বহন করছে তা বলাই বাহুল্য। উল্লেখ্য, ইতিমধ্যেই এই রাজ্যে সপ্তমীর দিন ৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

Related Articles