আন্তর্জাতিকনিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা উপরাষ্ট্রপতি হলেন কমলা হ্যারিস।

আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন জো বাইডেন। এর আগে তিনবার নির্বাচনে লড়েছিলেন, অবশেষে এইবার সফল হলেন তিনি। এর পাশাপাশি প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন তিনি।

ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউস দখল করলেন বাইডেন। আগের বছর আগস্ট মাসে এক জায়গাতে বক্তৃতা দেবার সময় বাইডেন ঘোষণা করেন, ডেমোক্রাটদের লড়াইয়ে তিনি সফল হলেই কমলা হ্যারিসই হবেন ভাইস প্রেসিডেন্ট। আর সেইমতোই হোয়াইট হাউসের দিকে পা বাড়ালেন কমলা। আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা উপরাষ্ট্রপতি হলেন কমলা হ্যারিস।

এর আগেও ক্যালিফোর্নিয়ার সেনেটর কমলা একাদিক রেকর্ড গড়েছেন। সানফ্রান্সিকোর প্রথম মহিলা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হলেন তিনি। এছাড়া তিনিই প্রথম ক্যালিফোর্নিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের ভোট টানতে কমলাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরেন বাইডেন। ট্রাম্পের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পেনসিলভেনিয়ার লড়াইয়ে জিতে হোয়াইট হাউসে ঢোকার ছাড়পত্র পেয়ে গেলেন বাইডেন।

Related Articles