দেশনিউজ

৭৩ দিনের মধ্যে ভারতে আসছে করোনা ভ্যাকসিন, এই তথ্য সম্পূর্ণ মিথ্যে, জানাল সিরাম ইন্ডিয়া

সম্প্রতি খবর ছড়িয়ে পরে যে ৭৩ দিনের মধ্যে বাজারে করোনা ভ্যাকসিন আসবে। কিন্তু সিরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে এই দাবি সত্যি নয়৷

Advertisement
Advertisement

করোনার দাপট বেড়েই চলেছে। প্রতিদিনই করোনা সংক্রমণের ক্ষেত্রে রেকর্ড করছে ভারত। ইতিমধ্যেই মোট আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়েছে। আর তাই সারা দেশ অপেক্ষা করছে এই করোনা থেকে মুক্তি পাবার জন্য। দেশবাসী অপেক্ষা করছে করোনা ভ্যাকসিনের জন্য। এরই মধ্যে সম্প্রতি জানা যায় সে পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া করোনা ভ্যাকসিন কোভিশিল্ড খুব শীঘ্রই বাজারে নিয়ে আসতে চলেছে। শুধু তাই নয়, এই ভ্যাকসিন সমস্ত ভারতবাসীকে দেওয়া হবে বিনামূল্যে। অর্থাৎ বিনামূল্যে টিকাকরণ হবে।

সম্প্রতি খবর ছড়িয়ে পরে যে ৭৩ দিনের মধ্যে বাজারে করোনা ভ্যাকসিন আসবে। কিন্তু সিরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে এই দাবি সত্যি নয়৷ ভারত সরকার তাদের কেবল কোভিশিল্ডের উৎপাদন ও মজুত করার অনুমতি দিয়েছে। সংস্থা বিবৃতি দিয়ে জানিয়ে দেয় যে ওই খবর সম্পূর্ণ মিথ্যে ও মনগড়া কাহিনী।

সিরাম ইন্ডিয়ার তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই কোভিশিল্ড ভ্যাকসিনের এখনও ক্লিনিক্যাল ট্রায়াল চলছে৷ এই ট্রায়ালে সফল হওয়ার পর এবং সব দিক থেকে অনুমতি পাওয়ার পর ভ্যাকসিনের কর্মাশিয়াল প্রোডাকশন শুরু করা হবে৷ বর্তমানে কোভিশিল্ডের তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে ৷ কাজ যখন পুরোপুরি সম্পূর্ণ হবে তখন সংস্থার তরফে এই বিষয়ে জানানো হবে বলে জানিয়েছে সিরাম ইন্ডিয়া ৷

Related Articles