নিউজরাজ্য

ঝাড়গ্রামে দুর্গা মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন ২ কোটি টাকা

মন্দিরের জরাজীর্ণ অবস্থা দেখে এই মন্দিরের সংস্কারের জন্য ২ কোটি টাকা বরাদ্দ করেন তিনি৷

Advertisement
Advertisement

আজ ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠকের মাঝেই কনক দুর্গা মন্দিরে মায়ের দর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মন্দিরের জরাজীর্ণ অবস্থা দেখে এই মন্দিরের সংস্কারের জন্য ২ কোটি টাকা বরাদ্দ করেন তিনি৷ এদিন বাংলার মানুষের মঙ্গলের জন্য কনক দুর্গার কাছে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।

এর আগেও যতবার তিনি ঝাড়গ্রামে গেছেন, সবসময়ই কনকদুর্গা মন্দিরে পুজো দিয়ে যান মুখ্যমন্ত্রী। প্রায় ১ ঘন্টার বেশি সময় তিনি মন্দিরে ছিলেন। তিনি এদিন বাংলার মানুষের জন্য প্রাথনা করেছেন। শুধু এই মন্দিরই নয়, এর পাশাপাশি ঝাড়গ্রাম জেলার আর একটি বিখ্যাত ধর্মীয় স্থান গুপ্তমণি মন্দিরের জন্যেও ১ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী ৷

চিল্কিগড়ের এই বিখ্যাত স্থান কনকদুর্গা মন্দির পর্যটকদের কাছেও ভীষণ আর্কষণীয় স্থান। মন্দিরের প্রধান পুরোহিত আতঙ্ক ভঞ্জন ষড়ঙ্গীর সঙ্গে মুখ্যমন্ত্রী কথাও বলেন। পুরোহিত জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী বারবার এখানে পুজো দিতে আসেন। কখনও কখনও পুজো পাঠিয়ে দেন। এর আগেই ১ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এবার মন্দিরে এসে তিনি আরও ১ কোটি টাকা বরাদ্দ করেছেন। এছাড়া মুখ্যমন্ত্রী মন্দিরের সেবাইতদের কাছ থেকে সংস্কারের বিষয়ে আলোচনা করেন।

Related Articles