টেক নিউজনিউজ

মাত্র এক হাজার টাকা, বাড়িতে নিয়ে নতুন স্কুটি, আকর্ষণীয় অফার ভারতীয় সংস্থার

Advertisement
Advertisement

বর্তমানে করোনা আতঙ্কে ভুগছে গোটা দেশ। সংক্রমণের হাত থেকে বাঁচতে সকলেই গণপরিবহন বাদ দিয়ে বাইক , স্কুটি বা প্রাইভেটকারকেই বেঁছে নিতে চাইছেন। আর এই কঠিন সময়ে মধ্যবিত্তের জন্য সুখবর। এবার মাত্র ১ হাজার টাকায় বুকিং করে বাড়িতে আনুন স্কুটি।

অবাক হচ্ছেন মাত্র ১ হাজার টাকায় বুকিং, এটা কি সত্যি? একদম সত্যি, এবার Piaggio India বাজারে আনছে দুটি স্কুটি। জানিয়ে রাখি এই দুটি স্কুটিতেই থাকছে উন্নতমানের মোনো কক ফুল স্টিল বডি, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

Piaggio India বাজারে যে দুটি স্কুটি আনছে সেটা হল Vespa VXL ও SXL। 125 CC এবং 150 CC-র ইঞ্জিনের এই দুটি স্কুটি। স্কুটি গুলির ব্রেকিং সিস্টেম টুইন পোর্ট কলিপার ডিস্ক ব্রেকের সঙ্গে আসতে চলেছে। থাকছে LED হেডালাইট, DRLs এবং USB চার্জিং পোর্ট। Vespa VXL ও SXL স্কুটিতে থাকছে BSVI ইঞ্জিন, ফলে দূষণের পরিমাণ অনেকটাই কম হবে ।

তা ছাড়াও থাকছে ক্লিন এমিশন 3 বাল্ব যুক্ত ইনজেকশন ইঞ্জিন। রয়েছে ৫টি স্পোক-যুক্ত চাকা। এবার আসা যাক দামে, Vespa Facelift VXL 150 মডেলের দাম পড়বে 1.21 লক্ষ টাকা, SXL 150 মডেলের দাম শুরু হচ্ছে 1.25 লক্ষ টাকা থেকে। Vespa Facelift VXL ও SXL 125 মডেলের দাম পড়বে যথাক্রমে 1.08 এবং 1.12-1.14 লক্ষ টাকা। তাহলে আর অপেক্ষা কিসের আজই বুক করে ফেলুন এই দুই নতুন স্কুটি। মাত্র ১০০০ টাকা দিলেই হয়ে যাবে বুকিং। সরসারি দোকান থেকে কিনতে পারেন অথবা বুক করতে পারেন Vespa ই-কমার্স প্ল্যাটফর্মে। ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে বুকিং তাই আর দেরি নয়।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles