দেশনিউজবাজারদর

গত ৯ বছরে রেকর্ড পতন ভারতে তেল আমদানি, পিছনে রয়েছে দুইটি কারণ

Advertisement
Advertisement

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল ব্যবহারকারী দেশ। তবে এইবছর জুনমাসে দেশে অপরিশোধিত তেল আমদানি তলানিতে এসে ঠেকেছে। এরকম পরিস্থিতি ৯ বছর আগে হয়েছিল। সেই ২০১১ সালের অক্টোবর মাসে তেলের আমদানিতে পতন ঘটেছিল। এই পরিস্থিতি সৃষ্টি হবার পিছনে রয়েছে দুইটি কারণ। এক করোনা পরিস্থিতি আর দুই বর্ষা।

এইবছর জুন মাসে প্রতি দিন ৩.২ মিলিয়ন ব্যারেল করে অপরিশোধিত তেল আমদানি করা হয়েছে। এই পরিমান গত বছরের জুন মাসের তুলনাতে প্রায় ২৮.৫ শতাংশ কম। বর্ষাকালে অর্থাৎ জুন মাসে পেট্রল-ডিজেলের চাহিদা বছরের অন্যান্য সময়ের থেকে কম থাকে। এর কারণ বর্ষাতে যে কোনও কনস্ট্রাকশনের কাজ কম হয়। তাছাড়া মালবহনবা ক্রেন-ইকুপমেন্টেজ্বালানির চাহিদাটা কমে যায়।

জুলাই মাসের প্রথম দিকেও তেলের চাহিদা কমেছে। একদিকে দাম বাড়ছে আর অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে লকডাউনের জেরে এই তেলের ব্যবহার কমছে।

Related Articles