নিউজরাজ্য

প্রবল বর্ষণে বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীর জল, তলিয়ে গেল আস্ত একটি সেতু

নিম্নচাপের জেরে বাঁকুড়া জেলা পুরো জলমগ্ন হয়ে পড়েছে। নদীর জল বিপদসীমার বাইরে চলে গিয়েছে।

Advertisement
Advertisement

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, ২৩ তারিখ আরও এক নিম্নচাপ হবার সম্ভাবনা আছে। আর এই নিম্নচাপের জেরে বাঁকুড়া জেলা পুরো জলমগ্ন হয়ে পড়েছে। নদীর জল বিপদসীমার বাইরে চলে গিয়েছে। বেশ কয়েকটি নদীর সেতু ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে।

শুক্রবার সকালে সিমলাপালের পাথরডাঙ্গা-ভেলাইডিহা এলাকার শিলাবতী নদীর সেতুর উপর দিয়ে জল ভেসে গিয়েছে। এর ফলে তালডাংরা-সিমলাপাল ব্লকের বেশ কয়েকটি গ্রামের মানুষ খুব অসুবিধায় পড়েছেন। তবুও এত সমস্যার মধ্যে দিয়েও জলে ডুবে থাকা কজওয়ে দিয়েই মানুষ যাতায়াত করছেন।

বাম আমলে শিলাবতী নদীর উপর এই কজওয়ে তৈরী হয়। কিন্তু অল্প বৃষ্টিতেই জলের তলায় চলে যায় ভেলাইডিহা- পাথরডাঙ্গার এই শিলাবতী নদীর সেতু। ফলে সমস্যায় পড়েন স্থানীয় মানুষেরা। আর তাই এবার নতুন করে সেতু তৈরির জন্য সরব হয়েছেন সাধারণ মানুষেরা।

Related Articles