নদীয়া সংবাদনিউজরাজ্য

জনসংযোগ বৃদ্ধি করতে নদীয়ার রানাঘাট বিধানসভায় শুরু হল ‘তপশিলি সংলাপ’-র প্রচারাভিযান

আর বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করবে ১ কোটি ৫০ লক্ষ মানুষের সাথে।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া :- কর্ম, ধর্ম, বর্ণ ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়, জাতির সামগ্রিক উন্নয়ন হলে তবেই এগিয়ে চলে রাজ্য-দেশ। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য ভিত্তিক ২৫১ টি প্রচার গাড়ির মাধ্যমে ১০ হাজার তপশিলি জাতি ও উপজাতির বাসস্থানে গিয়ে তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেবে সরকার।

তাদের উদ্দেশ্যে তৈরি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা কি আদৌ পৌঁছেছে তাদের কাছে! তাদের পরিবারের আয় উপায় ঠিক আছে তো? ছেলেমেয়েরা পড়াশোনা করছে তো! শংসাপত্র আছে তো তাদের? এইরকমই নানা হদিশ পেতে রাজ্যের ২০০০ তৃণমূল স্তরে বিভিন্ন নেতাদের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছাবে বাড়ি বাড়ি।

আর বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করবে ১ কোটি ৫০ লক্ষ মানুষের সাথে। এই কাজের জন্য নিয়োজিত দুটি করে গাড়ি প্রতিটি বিধানসভায় ২০ দিন ধরে নিয়মিত তত্ত্বাবধানে থাকবে। আজ রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় শুরু হলো ‘তফসিলির সংলাপ’ এর প্রচারাভিযান। আর এই কাজের শুভ সূচনা করেন বিধায়ক সমীর কুমার পোদ্দার ।

Related Articles