Featuredনিউজ

Mole: শরীরে তিলের অবস্থান বলে দেবে চারিত্রিক বৈশিষ্ট্য!

ঠোঁটের নীচে তিল দেখে প্রেম করুন, ভালো প্রেমিকা পাবেন, জানুন বিস্তারিত

Advertisement
Advertisement

আপনার শরীরে তিল (Mole) রয়েছে? কোন জায়গায়? আপনার শরীরের থাকা তিল বলে দেবে আপনার ভাগ্য। প্রসঙ্গত, প্রত্যেক ব্যাক্তি চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়। এমনকি পুরুষ নারীর চারিত্রিক বৈশিষ্ট্যও। সে ক্ষেত্রে শরীরের কোন জায়গায় তিল রয়েছে, তা ব্যাক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে সাথে বলে দেবে ভাগ্য। এমনটাই বলছেন জ্যোতিষীরা।

বহু মানুষের শরীরে জন্ম থেকেই তিল (Mole) দেখতে পাওয়া যায়। আবার অনেকে বড় হওয়ার সাথে সাথে শরীরের তিল দেখতে পাওয়া যায়। যদিও অনেকেই তিলের চমৎকারিতা সম্পর্কে মানতে চাননা, তবে জ্যোতিষ শাস্ত্রে তিলের বিশেষ গুরুত্ব হয়েছে। শরীরের কোন জায়গায় তিল থাকলে কী হবে, এক নজরে জেনে নিন-

১) উপরের ঠোঁটে তিল-কর্তব্য পরায়ন।
২) নিচের ঠোঁটে তিল (Mole)-বিলাসী মনোভাব।
২) মেয়েদের মাথায় তিল-মেধাবী ও উদার।
৪) দেহে তিল-দরিদ্র।।
৫) মেয়েদের কপালের ডান দিকে তিল-সৌভাগ্যবতী।
৬) কপালের বাঁ দিকে তিল-কুমতলবী।
৭) নাকের বাঁ দিকে তিল- হতভাগ্য।
৮) নাকের মাঝখানে তিল-শান্ত ও ধীর।
৯) ডান ভ্রুতে তিল-চিন্তাশীল।
১০) বাম ভ্রুতে তিল-কুচিন্তায় লিপ্ত।
১১) চিবুকের তিল-দৃঢ়চেতা ও স্থিরমতি হয়।
১২) গলায় তিল-জ্ঞানীগুণী ও সুখী।
১৩) গলার নিচে তিল-জ্ঞানী ও ভাগ্যশালী।
১৪) ঠোটের নিচে তিল- ভালো প্রেমিকা।
১৫) চোখের মধ্যে তিল-দূরদর্শী ও বিদ্বান।

Related Articles