অর্থনীতিনিউজ

জমানো টাকায় আরও বেশি রিটার্ন পেতে চান? FD-তে 9% সুদ দিচ্ছে এই তিন ব্যাংক

Advertisement
Advertisement

Fixed Deposit: সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সবকিছুই। একটা সময় মানুষ ভবিষ্যত নিয়ে খুব একটা বেশি চিন্তা করতেন না। আর সে কারণেই বিনিয়োগের দিকে ছিল না কারোরই মনোযোগ। তবে বর্তমানে সময় বদলেছে। মানুষের মানসিকতাও বদলেছে। আজকাল কম বেশি সকলেই করছেন বিনিয়োগ। তরুণ প্রজন্মের কাছে অবশ্য সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট এর মতো প্ল্যাটফর্মগুলি। তবে প্রবীণ নাগরিকদের আজও ভরসা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)।

বর্তমান সময় দাঁড়িয়ে বিনিয়োগের একগুচ্ছ সুযোগ রয়েছে। তবে প্রতিটি মানুষই কিন্তু চান তাদের কষ্ট করে উপার্জন করা অর্থ যেন থাকে নিশ্চিত। অর্থাৎ বেশি সুদের লোভে অত্যাধিক ঝুঁকি নিয়ে বিনিয়োগ অনেকেরই মোটেই পছন্দ নয়। আর সে কারণেই তো তরুণ প্রজন্ম মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকলেও বেশিরভাগ মানুষই আজও কিন্তু ভরসা রেখেছেন ফিক্সড ডিপোজিটের ওপরেই। আসলে নিরাপদে বিনিয়োগ করে নিশ্চিত রিটার্ন যদি পেতে হয় তাহলে ফিক্সড ডিপোজিটের বিকল্প নেই।

তবে এমন অনেকে রয়েছেন যারা জানেন না ঠিক কোথায় ফিক্সড ডিপোজিট করলে সুদের হার মিলবে অনেকটাই বেশি। তাদের জন্যই কিন্তু আজকের এই বিশেষ প্রতিবেদন। একটি নির্দিষ্ট সময়ের পর ফিক্সড ডিপোজিট থেকে গ্যারেন্টেড লাভ পাওয়া যায়। এটা কিন্তু কম বেশি আমরা সকলেই জানি। কেবলমাত্র ব্যাঙ্ক নয়, এনবিএফসি অর্থাৎ নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলিও গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের ওপর বাম্পার সুদ দিচ্ছে। আসলে রেপো রেট বৃদ্ধির সঙ্গে সঙ্গেই ভালো সুদ পাওয়া যাচ্ছে ফিক্স ডিপোজিটে।

সূর্যোদয় স্মল ফাইনান্স ব্যাঙ্ক-

নূন্যতম 5 বছরের জন্য রাখতে হবে টাকা। তাহলেই মিলবে 9.10 শতাংশ সুদ। তবে প্রবীণ নাগরিকদের জন্য কিন্তু থাকছে বাড়তি সুবিধা। এক্ষেত্রে সুদ মিলবে 9.60 শতাংশ।

ইউনিটি স্মল ফাইনান্স ব্যাঙ্ক-

সাধারণ গ্রাহকদের জন্য 3 বছরের ফিক্সড ডিপোজিটে 9 শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। ওই একই সময়ের জন্য যদি প্রবীর নাগরিকরা বিনিয়োগ করেন তাহলে সুদ হিসেবে পেয়ে যাবেন 9.50 শতাংশ। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে বাড়তি সুবিধা।

ফিনকেয়ার স্মল ফাইনান্স ব্যাঙ্ক-

তালিকায় একেবারে শেষে যে ব্যাঙ্ক সম্পর্কে করা হবে আলোচনা সেটির নাম হল ফিনকেয়ার স্মল ফাইনান্স ব্যাঙ্ক। 1000 দিনের জন্য যদি সাধারণ নাগরিক ফিক্সড ডিপোজিট করেন তাহলে পেয়ে যাবেন 8.51 শতাংশ হারে সুদ। ওই একই সময়ের জন্য প্রবীর নাগরিকরা পাবেন 9.11 শতাংশ।

Related Articles