অর্থনীতি

Recurring Deposits: এসবিআই, এইচডিএফসি নাকি পোস্ট অফিস, রেকারিং ডিপোজিটে কোথায় বেশি সুদ মিলবে?

বিনিয়োগের একটি ভালো উপায় রেকারিং ডিপোজিট, কোন ব্যাংক বেশি সুদ দিচ্ছে?

Advertisement
Advertisement

ভবিষৎ সুরক্ষিত করতে অনেকেই বিভিন্ন স্কীমে বিনিয়োগ করে। এক্ষেত্রে বিভিন্ন ব্যাংক নানা স্কিম গ্রাহকদের জন্য অফার করে থাকে। ব্যাংকের এমনই একটি দুর্দান্ত বিনিয়োগের উপায় হলো রেকারিং ডিপোজিট (Recurring Deposits)। ফিক্সড ডিপোজিটের মতো এখানেই বিনিয়োগ করে ভালো টাকা রিটার্ন পাওয়া যায়। এটি একটি স্বল্প মেয়াদি স্কিম, যেখানে বিনিয়োগকারী প্রতি মাসে টাকা জমা করার সুযোগ পায়। তবে এক্ষেত্রে ৫ বছরের মেয়াদে রেকারিং-এ ডিপোজিট করলে কোন ব্যাংকে বেশি সুদ পাওয়া যাবে? চলুন জেনে নিন।

রেকারিং ডিপোজিটে এসবিআই-এ সুদের হার কত?

রেকারিং ডিপোজিট বা আরডি-র ক্ষেত্রে দুর্দান্ত স্কিম অফার করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেখানে আরডির উপর ৭.৩০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে। এসবিআই-এ ১ থেকে ১ বছরের মেয়াদে আরডি (Recurring Deposits) করা যায়। এসবিআই ১ থেকে ২ বছরের জন্য আরডির উপর ৭.৩০ শতাংশ হারে সুদ প্রদান করে। অন্যদিকে ৩ থেকে ৫ বছরের জন্য ৭.৫০ শতাংশ হারে সুদ প্রদান করে।

রেকারিং ডিপোজিটে এইচডিএফসি-এ সুদের হার কত?

এইচডিএফসি ব্যাংক রেকারিং ডিপোজিটের (Recurring Deposits) উপর গ্রাহকদের ৪.৫০ শতাংশ থেকে ৭.০০ শতাংশ হারে সুদ প্রদান করে থাকে। এই ব্যাংকে ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত আরডি করা যায়। যেখানে ৬ মাসের মেয়াদে ৪.৫০ শতাংশ হারে সুদ মেলে এবং ৫ বছরের আরডির ক্ষেত্রে ৭.০০ শতাংশ সুদ মেলে।

রেকারিং ডিপোজিটে পোস্ট অফিসে-এ সুদের হার কত?

এদিকে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে (Recurring Deposits) ক্ষেত্রে সরকার সুদের হার ৬.৫ শতাংশ থেকে ২০ বেসিক পয়েন্ট বাড়িয়ে ৬.৭ শতাংশ করে দিয়েছে। পোস্ট অফিসের ক্ষেত্রে রেকারিং ডিপোজিটে বিনিয়োগের মেয়াদ ৫ বছর অর্থাৎ ৬০ মাস। তবে বিনিয়োগকারী চাইলে মেয়াদ বাড়ানো পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, এসবিআই বা এইচডিএফসি-তে রেকারিং ডিপোজিট করলে বিনিয়োগ ও রিটার্ন অর্থের উপর আয়কর ধরা ৮০সি অনুযায়ী কর দিতে হবে। তবে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করলে আয়কর ধারা ৮০সি অনুযায়ী করের ক্ষেত্রে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলবে।

Related Articles