অর্থনীতিনিউজ

Indian Economy: ২০২৩ সালের মধ্যে বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থিনীতিতে পরিণত হবে ভারত!

আগামী কয়েক বছরে অর্থনীতিতে জাপান ও জার্মানিকে পিছনে ফেলবে ভারত

Advertisement
Advertisement

ভারতীয় অর্থনীতির (Indian Economy) জন্য দারুণ খবর। আগামী ৭ বছরের মধ্যে ভারতের অর্থনীতি হবে আরো শক্তিশালী। বর্তমানে অর্থনীতির দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম রাষ্ট্র ভারত। আগামী কয়েক বছরের ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থিনীতি হতে চলেছে। আগামী ২০৩০ সালের মধ্যে অর্থনীতির দিক থেকে জাপানকেও পিছনে ফেলবে ভারত। সম্প্রতি এমনই একটি রিপোর্ট উঠে এসেছে এসএন্ডপি গ্লোবাল মার্কেটের প্রতিবেদনে।

বর্তমানে অর্থিনীতির (Indian Economy) দিক থেকে সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। এই দেশটির জিডিপির দিক থেকে বিশ্বের প্রথম স্থানে রয়েছে। আমেরিকার জিডিপি ২৫.৫ ট্রিলিয়ন ডলার। ১৮ ট্রিলিয়ন জিডিপি নিয়ে অর্থিনীতির দিক থেকে দ্বিতীয় শক্তিশালী দেশ হলো চীন। ৪.৫ ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে তৃতীয় ও ৪ ট্রিলিয়ন ডলার জিডিপি চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে জাপান ও জার্মানি। ৩.৫ ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভারত।

এসএন্ডপি গ্লোবাল মার্কেটের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০৩০ সালের মধ্যে ভারতের জিডিপি ৩.৫ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়াবে ৭.৩ ট্রিলিয়ন ডলারে। অর্থাৎ জিডিপির দিক থেকে জাপান ও জার্মানিকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত। এই রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। ২০২১ ও ২০২২ সালের আর্থিক বর্ষে ভারতের অর্থনীতি (Indian Economy) দ্রুত বৃদ্ধি পেয়েছে। চলতি আর্থিক বর্ষেও ভারতের অর্থনীতি বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞগণ।

ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি ভারতকে বিশ্ব দরবারে আরো শক্তিশালী করে তুলবে। দ্রুত গতিতে অর্থনীতির সম্প্রসারণের ফলে আগামী ২০৩০ সালের মধ্যে ভারতের জিডিপি জাপান ও জার্মানিকে ঝাঁপিয়ে যাবে। ভারত বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থনৈতিক (Indian Economy) দেশ হয়ে উঠবে এবং অর্থনীতির দিক দিয়ে চীনের পরেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হয়ে উঠবে ভারত। প্রসঙ্গত, ভারতের অভ্যন্তরে চাহিদা ক্রমবর্ধমান বাড়ার কারণেই ভারতের অর্থনীতি আরো শক্তিশালী হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে।

Related Articles