দেশনিউজ

১ ডিসেম্বর থেকে বন্ধ হতে চলেছে দেশের সমস্ত ট্রেন পরিষেবা! যা জানালো রেল মন্ত্রক

১ ডিসেম্বর থেকে রেলওয়ে সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ করে দিতে চলেছে৷

Advertisement
Advertisement

সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। সেই মেসেজে উল্লেখ করা হয়েছে, ১ ডিসেম্বর থেকে রেলওয়ে সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ করে দিতে চলেছে৷ এই বন্ধের তালিকায় রয়েছে করোনা স্পেশাল ট্রেনও। তবে মনে রাখতে হবে এই তথ্য সম্পূর্ণ ভুয়ো খবর। এরকম মেসেজ যদি আপনার কাছে আসে, তাহলে এড়িয়ে চলুন।

রেল মন্ত্রকের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এই মেসেজ মিথ্যে। বর্তমানে সরকারের এরকম কোনও পরিকল্পনা নেই। PIBFactCheck এর তরফেও জানানো হয়েছে বর্তমানে ট্রেন পরিষেবা বন্ধ করা নিয়ে সরকারের তরফ থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ আপনার কাছে এরকম মেসেজ এলে পিআইবি ফ্যাক্ট চেকের জন্য https://factcheck.pib.gov.in/ এই ওয়েবসাইটে যেতে পারেন। এছাড়া হোয়াটসঅ্যাপ নম্বর +918799711259 বা ই-মেল pibfactcheck@gmail.com পাঠাতে পারবেন৷


এর আগেও করোনা সংক্রমণ শুরুর সময় থেকেই বহু ভুয়ো মেসেজ ছড়িয়ে পড়েছিল। সেক্ষেত্রেও মানুষকে নানা ভাবে সতর্ক করা হয়েছিল।

Related Articles