অর্থনীতিনিউজ

FD Interest Rate: মধ্যবিত্তের জন্য খুশির খবর শোনালো এই ব্যাঙ্ক, পুজোর আগেই বাড়ছে সুদের হার

পুজোর আগেই ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত জানালো এই ব্যাঙ্ক

Advertisement
Advertisement

নিজের অর্থ সুরক্ষিত ভাবে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে অনেকেই ভরসা রাখেন ব্যাঙ্ক, পোস্ট অফিস বা অন্য যে কোনো নির্ভরযোগ্য বেসরকারি সংস্থার ফিক্সড ডিপোজিট স্কিমের উপর৷ এই ফিক্সড ডিপোজিট স্কিমে নির্দিষ্ট অঙ্কের টাকা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী আমানত হিসাবে সংরক্ষিত হয় এবং সঞ্চিত অর্থের পরিমানের ভিত্তিতে নির্দিষ্ট হারে সুদের টাকা সঞ্চিত অর্থের সঙ্গে সংযুক্ত হতে থাকে৷

কিন্তু বেশ কয়েক বছরে এই সুদের হারে নানা রকম পরিবর্তন এসেছে৷ বহু সংস্থা তাদের সুদের হার কমিয়ে দিয়েছেন৷ এই সিদ্ধান্তে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে বহু গ্রাহককে৷ কিন্তু এবার আইসিআইসিআই ব্যাঙ্ক পুজোর আগেই গ্রাহকদের জন্য এনেছে এক খুশির বার্তা৷ কারণ দ্রুতই ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করতে চলেছে তারা৷ এই ব্যাঙ্কে ১০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটের জন্য এবার থেকে ৭.১০% হারে সুদ পাবেন গ্রাহকরা৷ প্রবীণ নাগরিকদের জন্য প্রতি সংস্থাতেই কিছু বিশেষ সুবিধা দেওয়া হয়৷ এক্ষেত্রেও তার অন্যথা হবে না৷ প্রবীণ নাগরিকরা এই ব্যাঙ্কে স্থায়ী আমানতের সুদ পাবেন বার্ষিক ৭.৬০% হারে৷

আইসিআইসিআই ব্যাঙ্ক কতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদি স্থায়ী আমানতের জন্য সাধারণ গ্রাহক এখন থেকে ৩% থেকে ৭.১০% হারে সুদ পাবেন, এবং একই সময়কালের মেয়াদে প্রবীণ নাগরিকরা পাবেন ৩.৫০% থেকে ৭.৬০% সুদ৷ পাঁচ বছর মেয়াদের জন্য এই সুদের পরিমাণ হবে যথাক্রমে ৭% ও ৭.৫০%৷ এছাড়া চার, তিন, দুই ও এক বছর মেয়াদের জন্য সাধারণ গ্রাহকরা সুদ পাবেন যথাক্রমে ৭%, ৭%, ৭.১০% এবং ৬.৭০%৷

প্রসঙ্গত বলে রাখা ভালো আইসিআইসিআই ব্যাঙ্ক এনআরআই গ্রাহকদের জন্যও ফিক্সড ডিপোজিটের সুবিধা প্রদান করে থাকে৷ তাদের জন্য থাকা এনআরও, এনআরই, আরএফসি ও এফসিএনআর ফিক্সড ডিপোজিট স্কিমে মার্কিন ডলার, কানাডিয়ান ডলার, ব্রিটিশ পাউন্ড স্টালিং, অস্ট্রেলিয়ান ডলার, সিঙ্গাপুর ডলার ইত্যাদি জমা দেওয়ার সুবিধা রয়েছে৷ এনআরও এবং এনআরই-র ক্ষেত্রে ৭ দিন থেকে ১৪ দিন এবং ১৫ দিন থেকে ২৯ দিন মেয়াদে সুদের পরিমাণ থাকে ৪.৭৫%৷ এক্ষেত্রে প্রবীণরাও সমপরিমাণ সুদ পেয়ে থাকেন৷ এছাড়া দুই, তিন, পাঁচ ও দশ বছরের জন্য দেওয়া হয় ৭%, ৬.৭৫%, ৬.৭৫% ও ৬.৭৫%৷

আইসিআইসিআই ব্যাঙ্কে ৫ বছরের ফিক্সড ডিপোজিট স্কিমটি ৮০-সি ধারা অনুযায়ী ট্যাক্স ডিডাকশনের সুবিধাযুক্ত৷ তবে এই স্কিম থেকে প্রাপ্ত সুদ করের আওতায় পড়ে৷ একটি অর্থবর্ষে গ্রাহকরা সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা কর ছাড়ের আবেদন করতে পারেন৷ এছাড়াও পাঁচ বছরের লক ইন পিরিয়ডকে চাইলে আরো পাঁচ বছর বাড়াতে পারেন৷

Related Articles