বিনোদন

প্রকাশ্য রাস্তায় বসে পাত পেড়ে খাচ্ছেন দেব, প্রিয় অভিনেতার এমন দৃশ্য মন কাড়ল নেটিজেনদের

Advertisement
Advertisement

বর্তমানে টলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে উপরের সারিতে স্থাপিত তিনি। শুধু তাই নয়, তিনি একজন সাংসদও বটে। হ্যাঁ, দেব অর্থাৎ দীপক অধিকারীর কথাই বলা হচ্ছে। এর পাশাপাশি তিনি প্রযোজক, সমাজসেবীও। সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ না থাকলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর ক্রেজগ্রাফ উঁচুর দিকেই।

অবশ্য, তাঁকে বাংলার সোনু সুদ বললেও ভুল বলা চলে না। কারণ, করোনার অতিমারিক প্রকোপে যখন গোটা বিশ্বের মানুষ অসহায়, প্রশাসন‌ও হাল ছেড়ে দিয়েছে, তখন অনেকের মতই তিনিও এগিয়ে এসেছিলেন মানুষের হয়ে লড়তে। নেপাল থেকে নিজের চেষ্টায় প্রায় ২৫০ জন পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছিলেন বাংলার ‘খোকাবাবু’। তার আগেও দুই অন্তঃসত্ত্বা সহ ৩৬ জন পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরার ব্যবস্থা করেছিলেন তিনি।

বাস্তবে, খুব ভালো মনের মানুষ তিনি। মানুষের অসুবিধা দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে ঝাঁপিয়ে পড়েন। আর তার এই সরলতাই বোধহয় অভিনেতার জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ। এবার দেবকে দেখা গেল একদম মাঝরাস্তায় বসে কাগজের থালায় ভাত খেতে। নস্টালজিক এই স্মৃতি বাস্তবে শেয়ার করলেন অভিনেতা নিজেই। এটি যদিও কোনও শ্যুটিং-এর দৃশ্য।

সূত্রে জানা গেছে, আসলে এই ছবি দুটিতে দেব রাস্তায় বসে শ্যুটিং সেটের সকলের সঙ্গে লাঞ্চ করছিলেন। দেব স্মৃতিমেদুর হয়ে ক্যাপশনে লিখেছেন, ‘সেইসব পুরনো দিনগুলোর মত বন্ধুত্ব এখন আর মেলে না। তখন একটি বাসেই আমরা সবাই একসঙ্গে যাতায়াত, খাওয়া দাওয়া করতাম এবং ঘুম… না না সবাই যে যার ঘরেই ঘুমাতে যেতাম।’ দেব আরও লেখেন, ‘ছবির নাম অনুমান করার জন্য কিন্তু কোনও পুরষ্কার মিলবে না’। তিনি অবশ্য না বললেও নেটিজেনরা কি আর থেমে থাকেন, তাঁরা কমেন্টেই মন্তব্য করছেন, লম্বা চুল থাকার জন্য, এটি ‘সেদিন দেখা হয়েছিল’ সিনেমা হতে পারে। অনেকে আবার ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ এইসব সিনেমার নাম করছেন।

Related Articles