Advertisements

‘নগ্ন অবস্থাতেও সুন্দরী দেখতে চাই’, দিন-রাত এক করে যে কাজে মন দিয়েছেন উত্তম কুমারের নাত বৌ দেবলীনা

Advertisements

সুপারস্টার উত্তম কুমার বাঙালির জন্য শুধু অভিনেতা নয় বরং আবেগ। তার জীবনী নিয়ে প্রত্যেকটি বাঙালির মনেই হাজারো কৌতুহল। সেলুলয়েডের এখনো যখন সেই মোহময় হাসি ফুটে উঠে মন্ত্রমুগ্ধের মতন বাঙালি আটকে যায় পর্দায়। তবে আজ মহানায়ক নয় বরং আলোচনা করতে চলেছি তার নাত বউ দেবলীনা কুমার কে নিয়ে।

বেবলিনা উত্তম কুমারের নাত বউ। মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায় এর সাথে বৈদিক মতে ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রীর। আপাতত গৌরবের সাথে মন দিয়ে সংসার করছেন দেবলিনা, গোত্র ছবিতে রঙ্গবতী গানের সাথে কোমর দুলিয়ে দেবলীনা বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন টলিউডে। বর্তমানে যেকোনো অনুষ্ঠান হোক বা পার্টি একবার রঙ্গবতী গানের সঙ্গে বাঙালি কোমর না দুলালে ষোলআনা পূর্ণ হয়না। আর সেই রঙ্গবতী গার্ল দেবলীনা কুমার মাঝেমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজের নানান ছবি।

অভিনয় এবং নাচের সঙ্গে দেবলীনা একজন ফিটনেস ফ্রিক। তার অর্ধেক সময়ই তিনি কাটান জিমে শরীরচর্চা করে, আর সেই জিমের ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন অভিনেত্রী। নিজের পোশাকের জন্য দেবলীনা মাঝে মধ্যেই ট্রোল এর শিকার হন, তবে দেবলীনা সেসব গায়ে মাখেন না। তবে এবার জানা গেল দেবলীনার ফিটনেস ফ্রিক হওয়ার আসল কারণ।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেই দেবলীনা জানালেন তার শরীরচর্চার জন্য পাগল হওয়ার আসল রহস্য। সম্প্রতি দেবলীনা ইনস্টাগ্রাম স্টোরিতেই লেখেন, ওজন এবং সাইজ তার কাছে কেবল একটা সংখ্যা, নগ্ন অবস্থাতেও তাই নিজেকে সুন্দর দেখাতে ওজন ধরে রাখতে শরীর চর্চা খুব প্রয়োজন দেবলীনার কাছে। দেবলীনার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

Related Articles