Advertisements

টিপ টিপ বরসা পানি, জনপ্রিয় হিন্দি গানে তুমুল নাচ স্বস্তিকার, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisements

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী তথা বং ক্রাশ স্বস্তিকা মুখপাধ্যায়। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ থাকেন, মাঝে মধ্যেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাকে দেখা যায় বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করতে।

অভিনেত্রী বছর চল্লিশের কোঠায় পা দিয়েও নিজের সৌন্দর্য ধরে রেখেছেন ম্যাজিকের মতো। খুব অল্প বয়সেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনের সাথে বিয়ে হয়ে যায় অভিনেত্রীর, তবে বিয়েটি টেকে নি। ২০০৭ সালে স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায় স্বস্তিকার।

স্বস্তিকা একজন কন্যা সন্তানের মা, মেয়ের নাম অন্বেষা। দেখতে দেখতে মেয়ে ও বড়ো হয়ে গেছে অনেকখানি, মেয়ের থেকে সে এখন স্বস্তিকার বন্ধুই বেশি। পড়াশোনার জন্য বাইরে থাকলেও এখন কোভিড পরিস্থিতিতে মেয়ের সাথে দিব্যি সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী, ভিডিওটিতে রবিনা ট্যান্ডনের বিখ্যাত টিপ টিপ বারসা তে নাচছেন স্বস্তিকা। তবে মেয়ে অন্বেষা প্রথমে গানই চালায়নি কারণ সে ভিডিও করতে ব্যস্ত। তাই গান চালাতে পারছে না সে। অগত্যা ট্যানট্রাম দেখাচ্ছেন মেয়ে। স্বস্তিকা মেয়েকে মাল্টিটাস্কার হতে বললেন। স্বস্তিকার পরনে সাদার উপর হাল্কা নীল স্ট্রাইপ সিম্পল গাউন পরেছেন অভিনেত্রী, মুখে মাস্ক, অভিনেত্রী জানালেন করোনার ভয়ে বাড়িতেও মাস্ক পরে থাকছেন তিনি।

Related Articles