বিনোদন

টলিউডের শ্রাবন্তীর পর নতুন জীবন শুরু করলেন বলিউডের ‘সেক্সি ডিভা’ শিল্পা

Advertisement
Advertisement

শিল্পা শেট্টির জীবন সিনেমার মতনই রঙিন। প্রথমে প্রেম তারপর বিয়ে। বেশ কয়েকদিন প্রেম করে ২০০৯ সালে রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে সারেন অভিনেত্রী শিল্পা শেট্টি। এরপর ২০১২ সালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। ভিভান হওয়া সত্বেও ২০২০ শুরুর দিকে আবার সারোগেসির মাধ্যমে শিল্পা মা হন। চলতি বছর ফেব্রুয়ারিতে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন শিল্পা। কিন্তু সারোগেসির মাধ্যমে কেনও সন্তান জন্ম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শিল্পা সেই নিয়ে উঠেছিল নানা মহলে বিভিন্ন প্রশ্ন। তবে একই বছরে ফের আরও এক সিদ্ধান্ত নিয়ে বসলেন শিল্পা। জানেন সেই সিদ্ধান্ত ঠিক কি?

‘বাজিগর’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে ডেবিউ করেন শিল্পা। একাধিক ছবিরও জনপ্রিয় মুখ ছিলেন শিল্পা। একটানা দীর্ঘ ১৫ বছর বলিউডে রাজ করেছেন অভিনেত্রী। বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেত্রী শিল্পা শেট্টিকে নিয়ে টিনসেল টাউন সবসময়েই সরগরম। কেরিয়ার যখন উর্ধ্বগগনে তার মাঝেই ২০০৯ সালে ২২ নভেম্বর ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন শিল্পা। শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার প্রথম দেখা হয়েছিল লন্ডনে। ২০০৭ সালে রিয়্যালিটি শো বিগ ব্রাদার জয়ের পরেই জনপ্রিয় হয়ে ওঠেন শিল্পা। সেই সময়েই রাজেরও ব্যবসায় দারুণ সুনাম হয়। শিল্পার পারফিউম ব্র্যান্জ এস২ এর প্রচারের সময়েই দুজনেই প্রথম দেখা হয়েছিল। তারপরই প্রেম তারপর বিয়ে। বর্তমানে চুটিয়ে সংসার তাদের।

২০২০ – র শুরুর দিকে বড় পদক্ষেপ নেওয়ার পর এবার ২০২০ র শেষে শিল্পা নিলেন আরও এক বড় পদক্ষেপ। খুলে ফেললেন বিলাসবহুল রেস্তোরাঁ। মুম্বইয়ে ওরলিতে রেস্তোরাঁ খুলেছেন অভিনেত্রী। সম্প্রতি শিল্পা নিজে তাঁর রেস্তোরাঁর ছবি শেয়ার করে লিখেছেন, ‘এবং এটি প্রস্তুত’। সেই রেস্তোরাঁয় উপস্থিত থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীর বন্ধু রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা এবং রীতেশের ভাই ধীরজকে।

রেস্তোরাঁ এখনও উদ্বোধন না করলেও রেস্তোরাঁর দরজা সদ্য খুলে দিয়েছেন অভিনেত্রী। অভিনয় থেকে ছবি তৈরি। মডেলিং থেকে বিজনেস। সর্বদাই তিনি লাইম লাইটে। আর এবার অভিনেত্রী নজর কাড়লেন নতুন ঝাঁ চকচকে রেস্তোঁরা’র ছবি শেয়ার করে। সূত্রের খবর শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা এই নতুন রেস্তোরাঁয় আনতে চলেছেন নতুন মেন্যু।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles