গলায় গেন্দা ফুলের মালা, লাল রাঙা শাড়িতে দুর্দান্ত নেচে দোল সেলিব্রেট করলেন সকলের প্রিয় অপরাজিতা আঢ্য

বসন্ত মানেই রঙের উৎসব দোল। তবে করোনার প্রভাবে আগের বছর দোলের সময় ছিল লকডাউন আর সে কারণেই এই বছর মানুষ দোলের আনন্দ কে চেটেপুটে উপভোগ করছেন। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রায় সকলেই মেতে উঠেছে বসন্তের রঙে।
সকলের মতন অভিনেত্রী অপরাজিতা আঢ্য উদযাপন করলেন দোল উৎসব। অভিনেত্রী রূপে-গুণে পরিপূর্ণ। টেলিভিশন জগতে বেশ পরিচিত তিনি, এছাড়াও বেশ কিছু সিনেমাতেও কাজ করেছেন টলিপাড়ার সকলের প্রিয় অপা দি। অভিনয় এবং গুছিয়ে সংসার করার পাশাপাশি অভিনেত্রী গান, নাচ সঞ্চালনা সকল বিষয়ে পারদর্শী। লকডাউনে অপরাজিতার রঙ্গবতী ডান্স চ্যালেঞ্জ বেশ চর্চায় উঠেছিল।
গতবছর লক্ষ্মী পূজার সময় করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী, শরীরে অসুখ নিয়েও গৃহ লক্ষ্মীর আরাধনা করেছিলেন অভিনেত্রী, নিজের হতে সমস্ত জোগাড় করে পাঁচালী পড়ে দিয়েছিলেন পুজো। অভিনেত্রীর লক্ষ্মীপুজোর সেই সব চিত্র নেট দুনিয়ায় সেই মুহূর্তে হয়েছিল ভাইরাল। আর এবার বাড়িতে দোল উৎসব পালন করে চর্চায় অপাদি।
নিজের বাড়ির বসন্ত উৎসব পালনের কিছু ছবি সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা যাচ্ছে গালে রং লাগিয়ে স্বামীর ঘাড়ে মাথা রেখে রঙের উৎসবে মেতেছে অপরাজিতা আঢ্য। নিজের বাড়ির ছাদে নাচ গান হই-হুল্লোড়ের মধ্যে দিয়ে রঙের উৎসব জমজমাটভাবে কাটালেন অভিনেত্রী।