Advertisements

মায়ের গর্ভে মৃত প্রথম সন্তান, বহু কষ্টে গড়া শাহরুখ-গৌরীর বাস্তব জীবন

Advertisements

শাহরুখ খান বলিউডের উজ্জ্বলতম নক্ষত্র। তার ভক্ত সংখ্যা গুনে বলা অসম্ভব। শাহরুখের অনুরাগীরা তাকে ভগবানের আসনে বসিয়েছেন, তার জন্য তার ফ্যানরা জীবনও পর্যন্ত দিতে পারে। বলিউড কিং শাহরুখ নিজের কাজের দ্বারা শুধু ভক্ত সংখ্যাই বাড়াননি, তার সাথে তিনি বাড়িয়েছেন নিজের সম্পত্তিও। শাহরুখের নাম এসেছিল পৃথিবীর সবথেকে ধনী অভিনেতার তালিকায়।

বলিউডের বাদশাহ শাহরুখ খান এবং তার পত্নী গৌরীর মুম্বাই নগরীতে তাদের স্বপ্নপুরী মন্নতে তিন সন্তান আরিয়ান সুহানা এবং আব্রাহামকে নিয়ে সুখের সংসার। আজ শাহরুখ দাড়িয়ে আছে নিজের জীবনের সবথেকে উচ্চতম স্থানে, তবে এই পথ এতটা সুগম ছিল না, এই উচ্চতায় পৌঁছাতে শাহরুখকে করতে হয়েছে অনেক কষ্ট। কালো রোগা-পাতলা ছেলেটা যখন দিল্লি থেকে চোখে হাজারো স্বপ্ন নিয়ে এসেছিল মুম্বাই মহানগরীতে তখন কে ভাবতে পেরেছিল সেই একসময় হয়ে উঠবে বলিউডের বাদশা। তবে এই পুরো পথে তার হাত শক্তভাবে ধরেছিল শাহরুখের স্ত্রী গৌরী। বাঙালি কন্যা গৌরী শাহরুখের হাত যখন ধরে ছিল তখন শাহরুখের হাত ছিল একেবারেই শূন্য।

শাহরুখকে অনেকবারই বলতে শোনা গিয়েছে বিয়ের পর তিনি গৌরীকে নিয়ে উঠেছিলেন সিনেমার সেটে, বাড়ি ভাড়া দেওয়ার মতনও ছিলনা সামর্থ। স্ত্রী গৌরীকে মিথ্যে কথা বলে হানিমুনে সুইজাল্যান্ডের বদলে নিয়ে গিয়েছিলেন দার্জিলিং-এ। শাহরুখ-গৌরির দাম্পত্য জীবনের কেটে গিয়েছে ২২ বছর। আজ অবশ্য গৌরীকে সমস্ত সুখ কিনে দেওয়ার ক্ষমতা আছে বাদশার।

একটা সময়ে তাদের জীবনে এসেছিল তাদের প্রথম সন্তান তবে মিসক্যারেজের ফলে থাকেনি সেই সন্তান। এরপর গৌরী শাহরুখের জীবনে আসে তাদের পুত্র আরিয়ান। তবে প্রথম থেকেই তাদের ইচ্ছা ছিল তাদের প্রথম সন্তান হোক কন্যা, আর সেই কারণে দ্বিতীয় বার সুহানা তাদের জীবনে আসায় খুশি হয়েছিলেন শাহরুখ। শাহরুখ জানিয়েছিলেন, সুহানার জন্মের সময় গৌরী শাহরুখকে বলেছিলেন আমাদের সব সন্তানই কি তোমার মতন দেখতে হবে! মেয়েকে শাহরুখ কতটা ভালবাসেন তা সুহানাকে শাহরুখের আগলে রাখার ভঙ্গি দেখলেই বোঝা যায়। নিজে পর্দার রোমান্টিক হিরো হলেও মেয়েকে নিয়ে বেশ কনজারভেটিভ এসআরকে। মেয়েকে কেউ চুমু খেতে আসলে তার মুখ তিনি ভেঙে দিতে পারেন, এমনটাই বলেছিলেন কফি উইথ করণের শো-এ বসে।

সুহানার পরে তৃতীয় সন্তান নেওয়ার ইচ্ছে ছিল গৌরী এবং শাহরুখের আর সেই মতনই তাদের জীবনে তৃতীয়বারের জন্য আসে ছোট্ট আব্রাহাম। বাবা হিসাবে শাহরুখ খুবই রক্ষণশীল সেই কথা নিজের মুখে স্বীকার করেছিলেন শাহরুখপত্নী গৌরী। ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতন সম্পর্কে মিশলেও বাবা হিসাবে তিনি পর্দার অমরেশ পুরির থেকে কোন অংশে কম নয় সে কথা বহুবার নিজেই স্বীকার করেছেন শাহরুখ।

Related Articles