Advertisements

শাহরুখের ‘Super Handsome’ বডিগার্ড রবির এক বছরের বেতন সাধারণ ভারতীয়র সারাজীবনের রোজগার

Advertisements

দেহরক্ষী বলতেই আমাদের চোখের সামনে ফুটে ওঠে স্পষ্ট এক দীর্ঘাঙ্গী, বলিষ্ঠ চেহারার তরোয়াল হাতে দাড়িয়ে থাকা এক ব্যক্তির প্রতিচ্ছবি। আগেকার দিনে রাজা দের চারপাশে ঘিরে থাকতো এইসব দেহরক্ষী বা অঙ্গরক্ষক। তবে দিন বলতেছে এখন আর হাতে তরোয়াল বা বল্লম নিয়ে দেহরক্ষীর বেশে ঘুরে বেড়ায় না, বরং এইসব দেহরক্ষীদের নাম বদলে ইংরেজি শব্দের প্রয়োগ করে বডিগার্ডই বলা হয় সচরাচর।

রাজ রাজার আমল না থাকলেও বড়ো বড়ো প্রভাবশালী ব্যক্তিদের ঘিরে রাখে এইসব দেহরক্ষী। বিশেষ করে বলিউডের তারকাদের দেহরক্ষীদের রয়েছে অন্যতম ভূমিকা, কারণ পাবলিক ফিগার হওয়ার কারণে বি টাউনের সেলিব্রিটিরা জন সংস্পর্শে আসলেই তাদের উপর আছড়ে পরে জনজোয়ার। আর সেই পরিস্থিতি সামলানোর জন্য প্রয়োজন অভিজ্ঞতা ও দক্ষতা।

বলিউডের বাদশা শাহরুখ খান, অনুরাগীর সংখ্যা হিসেব করলে শাহরুখ রয়েছে সকল তারকা থেকে এগিয়ে, আর সেই কারণেই শাহরুখ নিজের রক্ষার জন্য কাজে সব থেকে বিশ্বাস করেন সে হল শাহরুখ এর দেহরক্ষী রবি সিংহ। রবি অত্যন্ত দক্ষ একজন বডিগার্ড। শুধু শাহরুখই নয় বরং দেশ বিদেশের বহু সেলিব্রেটির দেহরক্ষক হিসেবে কাজ করেছে, প্যারিস হিলটনসহ এর দেহরক্ষকের ও কাজ করেছেন রবি।

বললে ভুল হবেনা রবি শাহরুখের ছায়াসঙ্গী। শাহরুখ রাস্তায় একটা সিগারেট ও ফেললে টা উঠিয়ে ডাস্টবিনে ফেলেন রবি। অনুরাগীদের হাত থেকে শাহরুখকে নিরাপদ ভাবে বের করায় রবির জুড়ি মেলা ভার, আর সেই কারণে শাহরুখও নিজের নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে বেশি বিশ্বাস করেন রবিকে, আর সেই কারণেই কিং খান নিজের এই ছায়াসঙ্গী বেতন হিসেবে দেন এক বড়ো অঙ্ক যা শুনলে আপনি চমকে উঠতে পারেন।

বলিউডের প্রায় সব তারকারই বডিগার্ড আছে তবে শাহরুখ এর বডিগার্ডের বেতন ছাপিয়ে যায় সবাইকে, জানেন কতো টাকা বেতন পান শাহরুখের এই দেহরক্ষক? কিং খানের বডিগার্ড রবির বাৎসরিক মাইনে প্রায় ২.৫ কোটি টাকা। শুনে বিষম লাগলেও এটাই সত্যি, আসলে যতই হোক বলিউডের বাদশার অঙ্গরক্ষক বলে কথা।

Related Articles