Advertisements

গ্রাম্য রাস্তায় টুকটুকে লাল পোশাকে দুর্দান্ত নাচ অভিনেত্রী মনামীর, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisements

বাংলা টেলিভিশনের অন্যতম সুপারহিট নায়িকা তিনি। যখন এত ইন্টারনেটের প্রাচুর্য ছিল না পরিচিতি লাভ অরা সহজ ছিল না তখন থেকেই বাংলা ধারাবাহিক প্রতীক্ষা একটু ভালোবাসা দিয়ে নিজের পথ যাত্রা শুরু করেছিলেন। আর এখনো সেই ধারা অক্ষুন্ন এখনো তিনি সমান ভাবে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। বলা হচ্ছে মনামি ঘোষের কথা।

কেবল অভিনয় নয় নাচেও যে পারদর্শী সে কথা বারংবার সামনে এসছে। বিভিন্ন স্টেজ পারফর্মম্যান্স বা আওয়ার্ড ফাংশনে তার নাচ মুগ্ধ করে মানুষকে। শুধু তাই নয় তিনি তার সোশ্যাল সাইটেও নিজের নাচের ভিডিও পোস্ট করেন। তার ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই বোঝা যায় তিনি কতটা নাচ প্রেমী। কখনো ধাক ধাক গানের তাদের মাধুরীজীকে ট্রিবিউট জানান কখনো অন্য গানে হিল্লোল তোলেন।

তবে এবার আর কোনো চোখ ধাঁধানো মঞ্চ নয় বরং প্রকৃতির কোলের মাঝে নিজের নাচ পরিবেশ করেছেন। আশেপাশে কেবল বন-জঙ্গল আর পুকুর আর তার মাঝেই মেঠো পথ ধরে কখনো ছুটে চলেছেন কখনো নানান ভঙ্গিমায় নাচ করেছেন। বিখ্যাত ছবি পদ্মাবত এর নেয়না ওয়ালেনে গানের তালে তার পারফর্মম্যান্স মুগ্ধ করেছে।

নাচের তালে তালে দেহের প্রতিটি অংশ থেকে যেন অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে অপূর্ব নৃত্যের ছন্দ আর পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য যেন একাত্ম হয়ে গেছে। মনামী ঘোষ এর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেই এই ভিডিওটি পোস্ট হয়েছে আর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল। হাজার হাজার মানুষের লাইক ও কমেন্ট এ ভরে গেছে ভিডিওটি।

Related Articles