এতো অল্প বয়সে পাঁচ নাতি নাতনির দিদা হলেন সকলের প্রিয় ‘বাহামণি’, রইল সমস্ত ছবি

বাংলা ধারাবাহিকের অন্যতম মুখ রণিতা দাশ। জনপ্রিয় সিরিয়াল ইষ্টিকুটুম এ বাহামনির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন নায়িকা। খুব অল্প বয়সেই অভিনয় জীবন শুরু করেন রণিতা। তার অভিনীত ধন্যিমেয়ে এবং ইষ্টিকুটুম সিরিয়ালটি খুবই জনপ্রিয় হয় দর্শক মহলে। তবে হঠাৎ করেই অভিনয় থেকে গায়েব হয়ে যান রণিতা।
অভিনয় থেকে সরে যাওয়ার অন্যতম কারণ হিসেবে নিজের শারীরিক অসুস্থতা জানান রণিতা। তবে টলিপাড়ায় কানাঘুষো দিন প্রতিদিন জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণে ঔদ্ধত্য বেড়ে গেছিলো রণিতার যার ফলেই প্রোডাকশনের সাথে শুরু হয়েছিলো তার মনমালিন্য।
তবে এখন আবার নতুন করে অভিনয়ে ফিরছেন রণিতা। রজর্ষি দে’র ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি। অন্যদিকে সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন রণিতা। আর এবার আরো এক খুশির খবর দিলেন অভিনেত্রী।
সদ্যই দিদা হয়েছে রণিতা। নিজেই সোশ্যাল হ্যান্ডেলে জানালেন সেই খুশির খবর, তবে এতো কম বয়সে দিদা! আসলে রনিতার সন্টামসম পোষ্য চারপেয়ে সারমেয় রোজি মা হয়েছে। সম্প্রতি ৫ টি ছোট্ট ছোট্ট ছানা জন্ম দিয়েছে রোজি, আর তাতেই দারুন খুশি দিদা রণিতা। রণিতা জানিয়েছেন রোজি এনগেইজ, পাত্রের নাম রায়ান। রোজির আইবুড়ো ভাত থেকে শুরু করে সাধ খাওয়া সমস্ত ছবিই এখন ঘুরছে রনিতার সোশ্যাল হ্যান্ডেল গুলিতে। আর এই মিষ্টি ছবিগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।