Advertisements

শুভশ্রীর অবর্তমানে পুঁচকে ইউভানের উপর তুমুল অত্যাচার চালাচ্ছে রাজ, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisements

বাবা মায়ের কাছে শিশুর প্রতিটি মুহূর্ত ভীষন স্পেশাল হয়। বাচ্চার আদো আদো ভাষা, হামাগুড়ি দেওয়া প্রত্যেক মা বাবার কাছে এই মুহুর্ত গুলো উপভোগ্য। বাচ্চা চোখের আড়াল হলেই মনখারাপ হয় কিন্তু ব্যস্ততার জন্য মাঝে মাঝে বাচ্চাকে রেখেই পাড়ি দিতে হয় কর্মক্ষেত্রে।

রাজ চক্রবর্তীর ক্ষেত্রেও এর অন্যথা হয়নি নির্বাচনী প্রচারের জন্য এতদিন তাকে ব্যারাকপুরে থাকতে হয়েছি‌ল। কিন্তু সেখানের ভোট মিটটেই সদ্যই তড়িঘড়ি ফিরে এসেছেন বাড়িতে। আর তারপরেই ছোট্ট ছেলে ইউভানের সাথে দুষ্টুমিতে মেতে উঠেছেন। এরকম মিষ্টি একরত্তি খুদেকে পেয়ে একেবারে তারওপর অত্যাচার চালিয়েছেন। তবে এই অত্যাচার আদর আর ভালোবাসার অত্যাচার।

মা শুভশ্রী করোনায় আক্রান্ত তাই বাবাকে কাছে পেয়ে এই আদুরে অত্যাচার মুখ বুজে সহ্য করছে ইউভান। বাবার আদরে হেসে কুপোকাত হয়ে পড়ছে সে। আবার কখনো ড্যাবড্যাব করে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছে।

রাজ ঘরছাড়াকালীন ছেলের একাধিক ছবি পোস্ট করে জানিয়েছিলেন তিনি ছেলেকে কতটা মিস করছেন। আর এবার বাড়ি ফিরেই তাকে নিয়েই সময় কাটছে তার। একমুহুর্ত কাছ ছাড়া করতে চাইছেন না। দেখতে দেখতে নিমেষে চোখের সামনে বড়ো হচ্ছে ইউভান আর বাবা ছেলের এমন মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়েছে। বাবার আদর তো মিলছে এখন খালি মায়ের সুস্থতা পর মায়ের আদর খাওয়া বাকি ইউভানের।

Related Articles