চলন্ত গাড়িতে টিম মেম্বারদের সঙ্গে ‘পাওরি’তে মজলেন নুসরত, ভাইরাল সেই ভিডিও

ভোট যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। একদিকে দলবদল এর পালা চলছে অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় কথা যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে। রাজনীতির আঙিনায় ঢুকে পড়েছে রুপোলী জগতও।
কোমর বেঁধে ময়দানে নেমেছেন তারকা সাংসদরাও। প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন অভিনেত্রীরা। সাধারন মানুষদের সকল সমস্যার কথা শুনতে হাজির হচ্ছেন তৃণমূল সংসদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। নির্বাচনী প্রচারে জোর কদমে মাঠে নেমে পড়েছেন তারা।
আর ভোটের প্রচার এর মধ্যেই একটু অবসরে বিনোদনও চলছে অভিনেত্রীদের। কাজের সাথেই ভক্তদের জন্য নানান রিল ভিডিও বানাচ্ছেন। এই যেমন এবার নুসরাত জাহান কে হিঙ্গলগঞ্জ এ ভোট প্রচারে যাবার ফাঁকেই পাওরি করতে দেখা গেল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নুসরাত জাহানের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে তার দেহরক্ষী এবং ব্যক্তিগত সচিব কে নিয়ে তিনি পাওরি করছেন। আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ড “ইয়ে হাম হে ইয়ে হামারি কার হে ওর ইহা পার পাওরি হো রাহি হে” ভীষন জনপ্রিয় হয়েছে। সেই সুরেই তাল মিলিয়ে গাড়ির ভেতর বসে একটি ভিডিওতে নুসরতকে বলতে শোনা যাচ্ছে “ইয়ে হিজলগঞ্জ হে, ইয়ে হামারা টিম হে, হাম ক্যাম্পেনিং কার রহে হে। ইয়ে হামারি গাড়ি হে অর হামারি পাওরি হো রাহি হে।”
এর আগে ভোটের প্রচার এর ফাঁকে নুসরাতের টলিউডের বন্ধু তবে বিরোধী শিবিরের প্রার্থী শ্রাবন্তীকেও প্রচারের ফাকে ফুচকা খেতে খেতে পাওরি করতে দেখা গেছিল।