হঠাৎ অসুস্থ বাংলার দাদা মিঠুন চক্রবর্তী, মহাগুরুর চিন্তায় অগুন্তক ভক্তগণ

দলের হয়ে পথসভা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মেগাস্টার ওরফে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রবিবার ভোটপ্রচারের মাঝেই হঠাৎ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে হেলিকপ্টার করে কলকাতায় ফেরার ব্যবস্থা করা হয় বর্ষীয়ান অভিনেতাকে। উদ্বিগ্ন হয়ে পড়ে বিজেপি নেতাকর্মী এবং মিঠুনের অনুরাগীরা।
জানা যাচ্ছে রবিবার মিঠুনের রায়গঞ্জের চণ্ডীতলায় ৫ কিলোমিটার রো়ড শো করার পরিকল্পনা ছিল। সেইমত সময় মতো হেলিকপ্টার করে যথাস্থানে পৌঁছে যান মিঠুন চক্রবর্তী। তবে রোড শো শুরু হতেই কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করতে থাকে প্রবীণ অভিনেতা। সাথে সাথেই তাকে হুড খোলা গাড়ি থেকে নামিয়ে হেলিকপ্টারে বসিয়ে কলকাতার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়।
জানা গেছে প্রথম থেকেই শরীর অসুস্থ ছিল মহাগুরু’র । একপ্রকার হুডখোলা গাড়িতে প্রথমে উঠতেই চাননি তিনি তবে দলের কর্মীদের জোরাজুরিতে শেষ পর্যন্ত গাড়িতে ওঠেন মিঠুন, প্রথমে বেশ উদ্দীপনা সহ রোড শো শুরু হলেও মিঠুনের অসুস্থতাতে ছন্দপতন ঘটে।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিভিন্ন প্রার্থীর সাথে ভোটের প্রচারের মুখ হয়েছেন মিঠুন। মোদির ব্রিগেড এর সভাতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই লাগাতার একের পর এক রোড শোতে দেখা গিয়েছে ফাটাকেষ্টকে। অনেকেই মনে করছেন অক্লান্ত ভাবে লাগাতার দলের প্রচার চালানোর ফলেই অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ নেতা। মিঠুনের অসুস্থতার খবর শোনার পরেই বেশ চিন্তিত তার ভক্তগণ।