‘একবার ফিরে আয়’, বুক ভরা কষ্টে কাতর আর্জি মিমির

হাজারো চেষ্টার পর শেষ রক্ষা হয়নি, অবশেষে শনিবার সব চেষ্টাকে বিফল করে দিয়ে চলে গেছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সন্তানসম সারমেয় চিকু। আর সেই শোক থেকে কিছুতেই বেরোতে পারছেন অভিনেত্রী। তিনি আবার কাছে ফিরে পেতে চাইছেন চিকু কে। আর তাই নিজের ইনস্টাগ্রামে চিকুর একটি পুরনো ভিডিও পোস্ট করে আবেগঘন হয়ে পড়েছেন।
বহুদিন ধরেই মারণ রোগ ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিল মিমির পৌষ্য আট বছরের ল্যাব্রাডর চিকু। চেন্নাইয়ে চলছিলো তার চিকিৎসা, মিমি নিজে চিকুকে নিয়ে বার বার ছুটে গেছেন চেন্নাই, তবে এতো চেষ্টার পরও বাঁচাতে পারিননি। গত শনিবার চলে যায় চিকু। চিকুকে সমাধিস্থ করে এসে মিমি নিজেই জানান চিকুর মৃত্যুর খবর। নেটিজেনরা সকলেই মিমিকে সমবেদনা জানান।
মিমি সারা পৃথিবী জুড়ে তার দুই সন্তান চিকু আর ম্যাক্স, অভিনেত্রী নিজেও বারবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন বাড়ি ঢুকে নিজের দুই পোষ্য কে না দেখতে পেলে পাগল হয়ে যান তিনি, আর সেখানেই আজ চিকু আর নেই, সেই বাস্তব যেন কিছুতেই মেনে নিতে পারছে না মিমি, তাই বারবার নিজের বড় ছেলের স্মৃতিচারণ করছেন অভিনেত্রী।
চিকু চলে গেছে না ফেরার দেশে, তবে তাকে একবারের জন্য ফিরে পেতে চাইছেন মিমি। চিকুর সাথে একটি পুরনো ভিডিও পোস্ট করে করুন আর্তি মিমির ‘একবার ফিরে আয়’, ভিডিওটিতে ছেলে চিকু সাথে খেলায় মত্ত অভিনেত্রী। ভিডিওটি দেখে সকলেই মিমিকে সমবেদনা জানিয়েছেন।