Advertisements

অন্তর্বাস না পরেই প্রকাশ্য র‍্যাম্পে করিনা, ‘বক্ষযুগল’ ঢাকতে হিমশিম অবস্থা সেক্সি বেবোর

Advertisements

বলিউডের গ্ল্যামার কুইন করিনা কাপুর খান, স্টাইল স্টেটমেন্ট এ বেবো টক্কর দিতে পারেন সকল বি টাউন অভিনেত্রীকে। নির্মেদ চেহারা, ছিপছিপে কোমর, করিনা নিজের ফিগারের ধারে ঘায়েল করতে পারেন আট থেকে আশি কে। তবে এখন তিনি বলিউডের গ্লাম কুইন হওয়ার সাথে সাথে দুই সন্তানের মা।

গত ২১ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের ডিভা বেবো, তবে সন্তান হওয়ার পরেও একই রকমভাবে ফিগার ধরে রেখেছেন বলিউডের এই ডিভা, সন্তানের জন্ম হওয়ার পরই শরীর থেকে ঝেরে ফেলেছেন সমস্ত মেদ, ছিপছিপে মেদহীন চেহারায় ইতিমধ্যে শুরু করে দিয়েছেন শুটিং এর কাজ।

অভিষেক বচ্চনের বিপরীতে রিফিউজি ছবি দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে করিনা কাপুরের। কাপুর পরিবারের মেয়ে হওয়ার জন্য প্রথম থেকেই বহু রক্ষণশীলতা ছিল, তবে করিনা সেইসব সীমারেখা কে টপকে ফ্যাশন জগতে নিজের আলাদা পরিচয় স্থাপন করেন। বলি নায়িকাদের মধ্যে হয়ে ওঠেন অন্যতম ফ্যাশন সেন্সেশন। শাহরুখ খানের বিপরীতে অশোকা ছবিতে অভিনয় করার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি করিনা কে। চল্লিশের কোঠায় পা দিয়ে নিজের সৌন্দর্য একইরকমভাবে ধরে রেখেছেন বলিউড সুন্দরী।

২০১২ সালে সইফ আলী খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিনা, হয়ে ওঠেন নবাব ঘরনী। সইফ করিনার প্রথম সন্তান তৈমুর জন্ম লগ্ন থেকেই হয়ে ওঠে বি টাউনের অন্যতম সেলিব্রেটি। সম্প্রতি দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন করিনা তবে তাকে আপাতত জনসমক্ষে থেকে দূরেই রেখেছেন সইফিনা।

তবে আজ কথা বলতে চলেছি এক অন্য বিষয় নিয়ে সম্প্রতি নেট জগতে করিনা আর কিছু পুরনো ছবি ভাইরাল হয়েছে, যেখানে অন্তর্বাস ছাড়াই ল্যাকমি ফ্যাশন উইকের রাম্পে নিজের জলবা দেখিয়েছিলেন অভিনেত্রী কারিনা কাপুর খান, নতুন করে আবার নেট মাধ্যমে সেই পুরোনো ছবি গুলি ভাইরাল হয়েছে, করিনার অন্তর্বাস না পড়ার জন্য অনেকেই তাকে করেছেন ট্রোল, অন্যদিকে নিজের গ্ল্যামারাস লুকের জন্য নেটজনতার কাছ থেকে প্রশংসাও কুড়িয়েছেন অভিনেত্রী।

Related Articles