বিনোদন

শরীরের খিদে মেটাতে প্রাক্তন প্রেমিককে ঘরে ঢোকালেন গৃহবধূ, একা দেখুন এই ভিডিও

Advertisement
Advertisement

Short Film: মানুষের সময় এত কম যে তারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার বিভিন্ন ওয়েবসাইটে বা ইউটিউব এর শর্ট ফিল্ম (Short film) বেশি দেখে থাকে। কিন্তু বেশিরভাগ শর্ট ফিল্ম আজকাল যৌন জীবনের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়। যার ফলে ১৮+ বয়সীদেরই শর্ট ফিল্ম দেখার অনুমতি দেওয়া হয়।

Srabanti Chatterjee
রোশন নয়! গভীর রাতে পর পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ শ্রাবন্তী, তুমুল ভাইরাল ছবি

ওয়েব সিরিজে প্রেমের ফা যৌন লালসার গল্প আসা নতুন কিছু নয়। সম্প্রতি এমনই একটি ওয়েব সিরিজ ‘ইরোটিকা’ সিরিজ সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বেশিরভাগ দর্শকই এই ধরনের সিরিয়াল দেখতে পছন্দ করেন। এছাড়াও, ওয়েব সিরিজের মতো শর্ট ফিল্ম ধীরে ধীরে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। বিশেষ করে বাংলা শর্ট ফিল্ম ইন্টারনেট স্পেসে খুব জনপ্রিয়। ইউটিউবে একটি দ্রুত অনুসন্ধান এই ধরনের অনেক শর্ট ফিল্ম চালু করবে।

Short Film
অসহায় গৃহবধূর সঙ্গে কুকীর্তি ডাক্তারের, দরজা লাগিয়ে দেখুন এই সাহসী শর্ট ফিল্ম

শর্ট ফিল্মের একজন বিখ্যাত পরিচালক হলেন রাজ মুখার্জি। রাজ মুখার্জি (Raaj Mukherjee) একজন বাঙালী পরিচালক এবং লেখক। তিনি মূলত বাংলা চলচ্চিত্রে কাজ করেন। 2003 সালে, তিনি একটি বাংলা চলচ্চিত্র ‘শতাব্দীর গল্প’ এর মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন। এটি ছিল তার প্রথম পরিচালনামূলক চলচ্চিত্র। রাজ মুখার্জির একটি অন্যতম শর্ট ফিল্ম হল হঠাৎ বসন্ত (Hotat Bassnto)। যদিও এই শর্ট ফিল্মে কাজ করেন একদমই নতুন মুখ – টুইংকেল (Twenkel) ও সানি (Sunny)। ছবিটি প্রযোজনায় ছিলেন অপূর্ব হালদার। একদম নতুন দুজন কাস্ট হলেও তারা ভীষণ সুন্দরভাবে অভিনয় করেছেন। তাদের অভিনয়ের স্পষ্ট ফুটে উঠেছে শর্ট ফিল্মের থিমটি।

Hotat Basanto Short Film Watch Alone

ছবির গল্পটি এমন যে ছোটবেলা থেকে একটি ছেলে ও মেয়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা সর্বদাই একসাথে ঘোরাফেরা করতো, পড়তে যেত। ছেলেটির অবস্থা তেমন ভালো ছিল না। এর ফলে মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয় এবং তারা একে অপরের থেকে দূরে চলে যায়। বহু বছর পর মেয়েটির শ্বশুরবাড়িতে বাচ্চা না হওয়ার কারণে অত্যাচারিত হয়ে যখন পুরনো কথা স্মৃতিচারণ করছেন, তখন অন্য এক বন্ধুর মারফক্ষ ছেলেটির নম্বর যোগাড় করে।

মেয়েটি ছেলেটিকে ফোন করে ডেকে আনে এবং তাদের পুনরায় কথাবার্তা হয়। মেয়েটির মধ্যে মা হওয়ার কামনা, শারীরিক চাহিদা থেকেযায়। তখন মেয়েটি তার ভালোবাসার কথা ছেলেটিকে বলে এবং তারা একসাথে থাকা সিদ্ধান্ত নেয়। এই শর্ট ফিল্মটি প্রায় ৫৫ লাখের মতো ভিউজ পায়।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles