বিনোদন

রোশন নয়! গভীর রাতে পর পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ শ্রাবন্তী, তুমুল ভাইরাল ছবি

Advertisement
Advertisement

Srabanti Chatterjee: বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। তিনি তিনবার বিয়ে করেন। কেবিন-ক্রু রোশন সিংয়ের সাথে শেষ বিয়েটি তিক্তভাবে শেষ হয়েছিল, যার মাধ্যমে রোশান (Roshan) তার দ্বারা মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন। যার মধ্যে রয়েছে তার শরীর লজ্জা এবং যৌন লজ্জা, তার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানো এবং তার কাছ থেকে ভোক্তা দাবি করা।

Bangla Short Film
অসহায় গৃহবধূর সঙ্গে কুকীর্তি ডাক্তারের, দরজা লাগিয়ে দেখুন এই সাহসী শর্ট ফিল্ম

শ্রাবন্তির ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোল (Trolls about Sravanti’s personal life)

একের পর এক তার বৈবাহিক সম্পর্ক ভাঙতে থাকে এবং তিনি নানারকম ট্রোলের (troll) সম্মুখীন হন। যদিও ট্রোলকে পাত্তা না দিয়ে তিনি নিজের ছন্দে এগিয়ে যেতে থাকেন। নতুন নতুন কাজে তিনি মনোযোগ দিতে শুরু করেন। এছাড়া নিজেকে আগের মতো ফিট করবার জন্য জিমেও ভর্তি হন। প্রায়ই তার জিমে (Gym) কসরত করার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

আরও পড়ুন, ব্লাউজ ছাড়া নৌকার উপর দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ব্যাপক ভাইরাল ভিডিও

অপরদিকে তার তৃতীয় স্বামী রোশানও নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। শ্রাবন্তী কাজের পাশাপাশি ঘুরতেও ভীষণ পছন্দ করেন। তাই একসময় তিনি যাচ্ছেন দিঘার (Digha) সমুদ্র সৈকতে জলকেলি করতে। আবার অন্য কোন সময় পাড়ি দিচ্ছেন উত্তরবঙ্গের সুন্দরী প্রকৃতির বুকে। সোশ্যাল মিডিয়া জুড়ে তার ব্যক্তিগত জীবনকে নিয়ে নানা মন্তব্য চলতে থাকে। কিন্তু কখনোই তিনি সেগুলোকে মনে রেখে নিজেকে বন্দী করে রাখেননি। তিনি সর্বদাই উড়ে গেছেন তার স্বপ্নের দিকে।

Srabanti Chatterjee

শ্রাবন্তীর অনুপ্রেরণামূলক ক্যাপশন (Srabanti’s influential caption)

হঠাৎই বুদ্ধের (Buddha) একটি ছবির নিচে তিনি ক্যাপশনে লেখেন যে, যেসমস্ত অতীত তিক্ত সেই অতীতকে কখনোই আঁকড়ে ধরে না রেখে সামনের দিকে এগিয়ে চলা উচিত। তার কারণ জীবন কখনোই কারো জন্য থমকে থাকে না। তার এই ক্যাপশনটি যেন মনে দাগ কেটে দিয়েছে। তবে তার এই ক্যাপশনকে ঘিরেও কিন্তু শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকেই মনে করেছেন শ্রাবন্তী হয়তো নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন এবং তাকে নিয়ে তিনি আবার নতুন জীবন শুরু করতে চলেছেন। ভাইরাল হওয়া ছবিটি প্রায় ২ বছর পুরনো, এই ছবি ঘিরেই উত্তাল নেটপাড়া।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles