জিন্স ক্রপ টপে ‘সেক্সি ডিভা’ মধুমিতা, চাবুক ফিগারের ‘High Kick’-এ ঘায়েল ভক্তরা, তুমুল ভাইরাল ভিডিও

অভিনয়ের পাশাপাশি কখনও সাবেকি লুকে আবার কখনও বোল্ড লুকে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মনোরঞ্জন করে চলেছেন মধুমিতা।

Advertisement

মধুমিতা সরকার, টিভির পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’য় ‘পাখি’র ভূমিকাতে দর্শক প্রথম চিনেছিল তাঁকে। টলিপাড়ার পাখি মানে আর কেইবা হতে পারে মধুমিতা সরকার ছাড়া। অভিনয়ের পাশাপাশি কখনও সাবেকি লুকে আবার কখনও বোল্ড লুকে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মনোরঞ্জন করে চলেছেন মধুমিতা। এটা বলতেই হয় বর্তমানে টলিপাড়ার নিউ সেন্সেশন মধুমিতা সরকার।

Advertisements

বেশ কয়েকদিন ধরেই অভিনেত্রীর গ্ল্যামার ঝড়ে ঝড়ে পরছে। টলিউডে একদিকে যেমন অভিনয়ে তিনি তার ফ্যানেদের মন কেড়েছেন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রীর ফলোয়ার সংখ্যা প্রচুর। কীভাবে ইন্টারনেট দুনিয়ায় শিরোনামে থাকতে হয় তা ভালোভাবেই জানেন অভিনেত্রী। অভিনেত্রী প্রতিদিনই কিছু না কিছু ছবি তাঁর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন। কখনও বিজ্ঞাপনের ভিডিও তো কখনও ফোটোশ্যুটের ছবি, নিজেকে প্রায়ই ভিন্ন রূপে তুলে ধরেন মধুমিতা।

Advertisements

সম্প্রতি তিনি একটি ভিডিও তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। ডেনিম জিন্সের সঙ্গে ক্রপ টপ পরে মধুমিতা ক্যামেরার সামনে আসার পর, সেই ভিডিয়ো লেন্সবন্দি করা হয়। আর এই ভিডিও নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। পোস্ট করার মাত্রই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে।
মধুমিতার এভাবে শরীর চর্চার ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছেন।

দেখুন সেই ভিডিও-

Related Articles