Advertisements

গ্ল্যামার দুনিয়াকে অকালেই বিদায় জানালেন জনপ্রিয় অভিনেত্রী Priya

Advertisements

অভিনয় জগৎ থেকে অবসর নিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া আমান। প্রিয়া নিজের অবসর নেওয়ার কথা নিজেই ফেসবুকে একটি পোষ্টের মাধ্যমে জানালেন। প্রিয়া লিখেছেন আর বোধহয় অভিনয় করা হবে না। তবে অভিনয় প্রতি ভালোবাসা তার চিরকাল থেকে যাবে।

এই মুহূর্তে লন্ডনে রয়েছেন প্রিয়া ডিসেম্বরে ফিরবেন বাংলাদেশ আর তারই আগে তার এই ঘোষণা। পরিচালক তনময় তানসেনের সাথে বিয়ার প্রথম কাজ এরপর একে একে তিনি অভিনয় করেছেন বাংলাদেশের বহু জনপ্রিয় নাটকে যার মধ্যে যে কেউ না তার সাথে সংসার সুখী হয় বেদনার গুনে শার্লক হোমস কামিনী আড়ালে অন্তরালে তারপর ভালোবাসা অতঃপর প্রেম উল্লেখযোগ্য।

প্রিয়া আমান সঞ্চালনা করতেন দেশটিভি প্রচারিত ফেয়ার এন্ড লাভলী সিনেমা এক্সপ্রেস এ। এছাড়াও বিজ্ঞাপন এবং টেলিফিল্মেও অভিনয় করেছেন প্রিয়া। অভিনেতা সোহেল রানার সাথে অদৃশ্য শত্রু ছবি দিয়ে প্রিয়া চলচ্চিত্রে নিজের ডেভিউ করেছিলেন।এই ছবিতে প্রিয়ার বিপরীতে ছিলেন জায়েদ খান ও নবাগত মাশরুর পারভেজ।

এদিন প্রিয়া ফেসবুকে সকলের উদ্দেশ্যে জানান এই মুহূর্তে তিনি লন্ডনে রয়েছেন সামনে ডিসেম্বরে ফিরবেন বাংলাদেশে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরে আবার সকলের সাথে দেখা হবে। এবং তার সাথেই তিনি জানান অভিনয় জীবন থেকে অবসর নিতে চলেছেন তিনি। তবে অভিনয় জগতের প্রতি তার ভালোবাসা আমরণ থাকবে।

Related Articles