Advertisements

ফাঁকা মাঠে শর্ট টপে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements

নাচ, সোশ্যাল মিডিয়া খুললেই এখন বেশিরভাগ নাচের ভিডিও দেখা যায়। এত নাচের ভিডিও ছড়াছড়ি তারপরেও প্রতিমুহূর্তে ভাইরাল হয়েছে সেগুলো। কখনো জলের তলায় নিশ্বাস আটকে যুবকের নাচ ভাইরাল হয়েছে কখনো বেলি ডান্স পারদর্শী যুবতীর নাচে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। আসলে প্রতিনিয়ত নাচের মধ্যেই এত অভিনবত্ব সামনে তা আমাদের বোর তো করেই না বরং অবাক করে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকমই এক যুবতীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে যা মুগ্ধ করেছে দর্শকদের। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবতী বলিউডে গানের সাথে মাঠের মধ্যে পারফর্ম করছে।

কিছুদিন আগেই টনি কাক্কার এর গাওয়া তেরাসুট অ্যালবামের তেরে সাথ মে লুকাছুপি খেলুঙ্গা গানটি জনপ্রিয় হয়েছিল এই গানের তালেই অসম্ভব সুন্দর দক্ষতায় নাচ করেছে এই যুবতী। খোলা মাঠের মধ্যে কালো শর্ট টপ আর কালো প্যান্ট পরে যেভাবে পারফর্ম করেছে তাতে যেন সৌন্দর্যে ও প্রতিভা মিলেমিশে একাকার হয়ে গেছে।

‌ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রতি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। তবে ভিডিও চলে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। আসলে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ রয়েছেন সকলের মানসিকতা এক নয়। তাই শিল্পের বদলে তার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কিন্তু শিল্প কখনো পোশাকের গন্ডিতে বাধা থাকে না তাই কিছু মানুষ বাদে বেশিরভাগ নেটিজেনরাই যুবতীর নাচের প্রশংসায় করেছেন।

Related Articles