নিউজরাজ্য

মমতার বাড়িতে মৃত্যু সংবাদ, প্রিয়জনকে হারিয়ে শোকাহত মুখ‍্যমন্ত্রী

Advertisement
Advertisement

একের পর এক দুঃসংবাদ ছড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গ জুড়ে। সকালে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বি সি সি আই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কার্ডিয়াক অ্যাটাক এর পর আবার‌ও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল।

এবারের ঘটনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়-এর বাড়িতেই। তাঁর বাড়িতে বছরের শুরুতেই প্রিয়জন হারানোর বেদনা। প্রয়াত হলেন ৭৪ বছর বয়সী মানিক মজুমদার, যিনি ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রীর বাড়ির সবচেয়ে পুরনো আপ্ত সহায়ক।

বেশ কয়েকদিন ধরেই বেলেঘাটা আইডিতে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন তিনি। করোনা রোগের পাশাপাশি সেরিব্রাল ও ম্যালেরিয়াও হয়েছিল মানিকবাবুর। আজ সকালে পৌনে ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এই খবর শুনে হাসপাতালে আসেন সাংসদ ড. শান্তনু সেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মালা দিয়ে প্রয়াত মানিক মজুমদারকে শেষ শ্রদ্ধা জানান তিনি। মানিক বাবুকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় মানিকবাবুর। ড. শান্তনু সেন নিমতলা শ্মশানে উপস্থিত‌ও ছিলেন।

Related Articles