টেক নিউজনিউজ

Motorola Edge: লঞ্চ হলো মটোরোলার নতুন ৫জি স্মার্টফোন! ৫০ এমপি ক্যামেরার সঙ্গে মিলবে আরো অনেক ফিচার

মটোরোলার নতুন স্মার্টফোনকে কী কী স্পেসিফিকেশন মিলবে? জানুন

Advertisement
Advertisement

মটোরোলা বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি মোবাইল নির্মাণকারী সংস্থা। ভারতের বাজরে এই সংস্থার একাধিক স্মার্টফোন বেশ বাজার দখল করে রয়েছে। জানা যাচ্ছে, সম্প্রতি এই সংস্থা তাদের নতুন ৫জি স্মার্টফোন (Motorola Edge) লঞ্চ করেছে। এই স্মার্টফোনটির নাম Motorola Edge 2023। যে স্মার্টফোনটি গত ১০ই অক্টোবর ইউএস বাজারে লঞ্চ করা হয়েছে। আজকের প্রতিবেদন থেকে স্মার্টফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।

Eclipse Black কালার কম্বিনেশনের সঙ্গে বাজারে আনা হয়েছে Motorola Edge 2023। এই স্মার্টফোনটি ভারতীয় বাজার মূল্যে ৪৯,০০০ টাকাও কেনা যাবে। মটোরোলার অফিসিয়াল ওয়েবসাইট কিংবা আমাজন সহ যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে এটি কিনতে পারবেন। বাজারে Motorola Edge 2023 স্মার্টফোনটি রিয়েলমি নারজো ৬০এক্স ৫জি, আইফোন ১৪, ভিভো ভি ২৯ স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে।

মটোরোলার Motorola Edge 2023 স্মার্টফোনটি আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে লাগানো হয়েছে ভেগান লেদার প্যানেল। সঙ্গে লাগানো হয়েছে অ্যালুমিনিয়াম মিড ফ্রেম। ক্যামেরা মডিউল কার্ভ শেপ দেওয়া হয়েছে। ক্যামেরার সঙ্গেই থাকবে এলইডি ফ্ল্যাশ। স্মার্টফোনের (Motorola Edge) সামনের দিকে থাকবে পাঞ্চ হোল স্ক্রিন।

Motorola Edge 2023-র স্পেসিফিকেশন

● Motorola Edge 2023 ফোনটি ৬.৬ ইঞ্চি পোলেড ডিসপ্লে বিশিষ্ট, যা ১৪৪ হার্টস রিফ্রেশরেটে কাজ করবে।

● এই ফোনে (Motorola Edge) মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০৩০ চিপসেট লাগানো হয়েছে, যা অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। সঙ্গে রয়েছে ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ।

● এই ফোনে (Motorola Edge) ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ মিলবে। যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। ফ্রন্টে থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

● এছাড়া পাওয়া যাবে ৪৪০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫ ওয়াট ওয়্যারলেস এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Related Articles