দেশনিউজ

আগামীকাল থেকে শুরু হচ্ছে স্পেশাল ট্রেনের টিকিট বুকিং, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

টিকিট কাউন্টারে গিয়ে টিকিট বুকিং করার পাশাপাশি অনলাইনেও টিকিট বুকিং করা যাবে।

Advertisement
Advertisement

আগামী ১২ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে দেশের আরও ৮০ টি দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। আর এই ট্রেনগুলির টিকিট বুকিং শুরু হবে আগামীকাল অর্থাৎ ১০ সেপ্টেম্বর থেকেই। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট বুকিং করার পাশাপাশি অনলাইনেও টিকিট বুকিং করা যাবে।

অনলাইনে টিকিট বুকিং করার পদ্ধতি, জেনে নিন-

প্রথমে irctc.co.in ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করা যাবে। মোবাইলেও এই অ্যাপটিকে ডাউনলোড করুন।

এরপর irctc তে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ওয়েবসাইটের উপরের ডান দিকে রেজিস্টার বাটনে ক্লিক করুন।

এখানে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, পছন্দের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করুন।

এরপর হোমপেজে গিয়ে লগইন বাটনে ক্লিক করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

তারপর বুক ইয়োর টিকিট অপশনে গিয়ে কোথা থেকে কোথায় যাবেন, কবে যাত্রা করবেন আর কোন ক্লাসে যাবেন, এইসব দিলেই আপনার সামনে ট্রেনের তালিকা খুলবে। এবার এখন থেকে ট্রেন সিলেক্ট করে নিয়ে টিকিট বুক করতে পারবেন।

এরপরে সাইটের নিচের দিকে গিয়ে ফোন নম্বরে আসা ক্যাপচা দিয়ে সাবমিট করুন।

এরপরেই আপনার সামনে পেমেন্টের পেজ খুলবে। পেমেন্ট করার জন্য ক্রেডিট বা ডেবিট কার্ড বা নেট বাঙ্কিং বা ইউপিআই অপশন থাকবে। সেখানে গিয়ে পেমেন্ট করলেই তারপর টিকিট চলে আসবে আপনার স্ক্রিনে।

এছাড়া আপনার মেইলেও পৌঁছে যাবে টিকিট, আপনি টিকিট ডাউনলোডও করে নিতে পারেন।

Related Articles