খেলানিউজ

২০২২ ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ করল ICC, কবে নামছে ভারতীয় দল জেনে নিন

Advertisement
Advertisement

মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ। কিন্তু করোনার কারণে আইসিসির নির্দেশে সেই বিশ্বকাপ প্রায় এক বছর পিছিয়ে যায়। এবার সেই বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। ৪ মার্চ, ২০২২ থেকে ৩ এপ্রিল, ২০২২, ৩১ দিন ধরে ৩১ টি ম্যাচ হবে নিউজিল্যান্ডের ছয়টি শহরে।

২০২২ মহিলা বিশ্বকাপ হবে আটটি দলকে নিয়ে। এর মধ্যে ইতিমধ্যেই পাঁচটি দল কোয়ালিফাই করে গিয়েছে। এই পাঁচটি দল হল- ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ২০২২ বিশ্বকাপের মূলপর্বে খেলার জন্য বাকি তিনটি দল নির্বাচিত হবে ২০২১ সালে শ্রীলঙ্কায় আয়োজিত কোয়ালিফায়ার ম্যাচগুলি থেকে। ২০২১ সালে ২৬ জুন, ২০২১ থেকে ১০ জুলাই, ২০২১ এর মধ্যে ম্যাচগুলি হবে।   

এক নজরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ সূচিঃ
১| ৬ মার্চ, ২০২২- ভারত বনাম কোয়ালিফায়ার (তরঙ্গা)
২| ১০ মার্চ,২০২২- ভারত বনাম নিউ জিল্যান্ড (হ্যামিলটন)
৩| ১২ মার্চ, ২০২২- ভারত বনাম কোয়ালিফায়ার (হ্যামিলটন)
৪| ১৬ মার্চ, ২০২২- ভারত বনাম ইংল্যান্ড (তরঙ্গা)
৫| ১৯ মার্চ, ২০২২- ভারত বনাম অস্ট্রেলিয়া (অকল্যান্ড)
৬| ২২ মার্চ, ২০২২- ভারত বনাম কোয়ালিফায়ার (হ্যামিলটন)
৭| ২৭ মার্চ,২০২২- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (ক্রাইস্টচার্চ)

বে ওভালে উদ্বোধনী ম্যাচে নামছে আয়োজক নিউজিল্যান্ড। ফাইনাল হবে ক্রাইস্টচার্চে। বিশ্বকাপে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অভিযান শুরু ৬ মার্চ থেকে। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ কোয়ালিফায়ারের একটি দল।

Related Articles